পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী [ জীবানন্দ প্রফুল্পকে লইয়া বাহির হইয়া গেলেন। অন্যদিক দিয়া শিরোমণি ও জনাৰ্দ্দন রায় প্রবেশ করিলেন ] জনাৰ্দ্দন। বাৰু গেলেন কোথায় এককড়ি ? * এককড়ি। মিস্ত্রীকে দেখাতে গেলেন । মাঠে সাকো তৈরী হবে। জনাৰ্দ্দন । পাগলের খেয়াল । শিরোমণি । মদ্যপান-জনিত বুদ্ধি-বিকৃতি। এককড়ি । , এই শনিবারে হাকিম সরজমিন তস্তে আসবেন । ছোটলোক ব্যাটাদের বুদ্ধি এবং টাকা কে যোগাচ্ছে ঠিক জানতে পারলাম না, কিন্তু এইটুকু জানতে পারলাম তারা সাক্ষী মানলে হুজুর গোপন কিছুই করবেন না, দলিল তৈরীর কথা পৰ্য্যন্ত না । জনাৰ্দ্দন। (সহাস্তে ) আমার বয়সটা কত হয়েচে ঠাওরাও এককড়ি ? চণ্ডীগড়ের জনাৰ্দ্দন রায়কে ও ধাপ্পায় কাৎ করা যাবে না, বাপু, আর কোন মতলব তেজে এসো গে। (এক মুহূৰ্ত্ত মৌন থাকিয়া) তবে, এ-কথা মানি তোমার হাতে গিয়ে একটু পড়েচি। মোচড় দিয়ে দু’পয়সা উপরি রোজগারের সময় এই বটে। কিন্তু তাই বলে যা রয় সয় কর । এককড়ি। সত্যি বলচি আপনাকে রায়মশায়— জনাৰ্দ্দন । আহ, সত্যিই ত বলচ ! এককড়ি নন্দী আবার মিথ্যে কবে বলেন ? সে-কথা নয় ভায়া, আমার না হয় শ'খানেক বিঘের টান ধরবে, কিন্তু তার নিজের যাবে কত ? সেটা কি তোমার মনিব খতিয়ে দেখেননি ? না দেখে থাকেন ত দেখাও যে চোখে আঙ্গুল দিয়ে। তার পরে না হয় আমাকে প্যাচ ক’লো । এককড়ি । জায়গা-জমির কথাই হচ্চে না রায়মশাই, কথা হচ্চে দলিল-পত্র তৈরী করার। জিজ্ঞাসা করলে সমস্তই বলবেন, কিছুই গোপন করবেন না। জনাৰ্দ্দন। তার হেতু ? শ্ৰীম্বরে যাবার বাসনা ত ? কিন্তু এক জনাৰ্দ্দন যাবে না এককড়ি, মহারাণী হুজুর বলে রেয়াত করবে না, কথাটা তাকে ব’লো । এককড়ি । ( অভিমান-স্বরে ) বলতে হয় আপনি নিজেই বলবেন। জনাৰ্দন। বলব বই কি হে। ভালো করেই বলব। হাকিমের কাছে কবুল জবাব দিয়ে সাধু সাজা ঠাট্ট তামাসা নয়। (ইঙ্গিতে দেখাইয়া) হাতকড়ি পড়বে। এককড়ি। সে আপনি বুঝবেন আর তিনি বুঝবেন। জনাৰ্দ্দন। আর তুমি ? ভীমান এককড়ি নদী ? বাড়ি যখনি পুড়েচে তখনি জানি কি-একটা ভেতরে ভেতরে হচ্চে । কিন্তু জনাৰ্দ্দন আত নরম মাটি 沙》