পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী জীবানন্দ । ( ক্ষণকাল স্তষ্কতাবে থাকিয় ) কারা যায় প্রফুল্ল ? প্রফুল্প। বোধ হয় আপনার মাটি-কাটা ধাঙড়-কুলীর দল। জীবানন্দ । একবার ডাকো তো হে । শুনি আজ বাধের কাজ কতখানি করলে | প্রফুল্প । ( ঈষৎ অগ্রসর হইয়া) ওহে, ও সর্দার ? শোন শোন, একবার শুনে যাও । স্ত্রী ও পুরুষ কুলীদের প্রবেশ ] সর্দার । কি রে, ডাকচিস্ কেনে ? জীবানন্দ। বাবার, কোথায় চলেচিদ বস্ত ? সর্দার। ভাত খাবার লাগি রে ? জীবানন্দ । দেখি বাবার, আমার বাধের কাজ যেন বর্ষার আগেই শেষ হয় । সকলে। (সমস্বরে ) সব হোয়ে যাবে রে, সব হোয়ে যাবে। তুই কিছু ভাবিস না। চল । * & [ কুলীদের প্রস্থান ] [ নিৰ্ম্মল প্রবেশ করিল ] জীবানন্দ । ( সাদরে ) আমুন, অম্বিন, নিৰ্ম্মলবাবু। নিৰ্ম্মল ( নমস্কার করিয়া ) আপনার সঙ্গে আমার একটু কাজ আছে। জীবানন্দ । আর একদিন হলে হয় না । নিৰ্ম্মল । না, আমার বিশেষ প্রয়োজন । জীবানন্দ । তা বটে। অকাজের বোঝা টানতে র্যাকে আটকে থাকতে হয় তার সময় নষ্ট করা চলে না। নিৰ্ম্মল। অকাজ মাহুষে করে বলেই ত সংসারে আমাদের প্রয়োজন চৌধুরীমশাই। জীবানন্দ। কিন্তু কাজের ধারণা ত সকলের এক নয় নিৰ্ম্মলবাবু রায়মশায়ের আমি অকল্যাণ কামনা করিনে, এবং আপনার উদ্বেগু সফল হলে আমি বাস্তবিকই খুনী হব, কিন্তু আমার কর্তব্যও আমি স্থির করে ফেলেচি, এ থেকে নড়চড় করা আর সম্ভব হবে না । * * নিৰ্ম্মল। এ কথা সত্য যে আপনি সমস্তই স্বীকার করবেন ? जीवनमा । नडा दरे कि । । নিৰ্ম্মল। এমন ত হতে পারে আপনার কবুল জবাবে আপনিই শুধু শান্তি পাবেন, কিন্তু আর সকলে বেঁচে যাবেন । ' ' s סיק