পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८षांज़नै নিৰ্ম্মল । ( অভিবাদন করিয়া) জানিনে। ফকিয়সাহেব, ষোড়শীকে আমাদের বড় প্রয়োজন। তিনি যেখানেই থাকুন একবার আমাকে দেখা করতেই হবে। বলুন, cश्कांधांब्र यां८छ्न ! ফকির। আপনাকে জানাতে আমার বাধা নেই। কারণ, একদিন যখন সবাই উীয় সৰ্ব্বনাশে উষ্ঠত হয়েছিল, তখন আপনিই শুধু তাকে রক্ষা করতে দাড়িয়েছিলেন । , নিৰ্ম্মল। আজ আবার ঠিক সেইটি উন্টে দাড়িয়েচে ফকিরসাহেব। এখন কেউ যদি তাদের বাচাতে পারে ত শুধু তিনিই। কোথায় আছেন এখন ? ফকির। শৈবালদীঘির কুষ্ঠাশ্রমে। নিৰ্ম্মল। ফুষ্ঠাশ্রমে ? সেখানে কি স্বখে আছেন ? ফকির। (মৃদু হাসিয়া ) এই নিন। মেয়েমানুষের মুখে থাকার খবর দেবতারা জানেন না, আমি ত আবার সন্ন্যাসীমানুষ। তবে, মা আমার শাস্তিতে আছেন এইটুকু অনুমান করতে পারি। নিৰ্ম্মল ( ক্ষণকাল মৌন থাকিয়া) এখানে আপনি কোথায় এসেছিলেন। ফকির। জমিদার জীবানদের এই চিঠি পেয়ে তারই সঙ্গে একবার দেখা করতে। এই চিঠি আপনাদের পড়া প্রয়োজন। নিন পড়ুন। (চিঠিখানা দিতে গেলেন ) নিৰ্ম্মল । (সসঙ্কোচে ) জীবানদের লেখা ? এ আমি ছোব না। প্রয়োজন থাকে আপনিই পড়ুন। ফকির। প্রয়োজন আছে । নইলে বলতাম না। পত্র আমাকেই লেখা। ফকির ধীরে ধীরে চিঠিখানা পড়িতে লাগিলেন এবং নিৰ্ম্মলের মুখের ভাব সংশয় ও বিশ্বয়ে কঠিন হইয়া উঠিতে লাগিল। ] ফকির । ( পত্রপাঠ )— “ফকিরলাহেব,— ষোড়শীর আসল নাম অলকা । সে আমার স্ত্রী। আপনার কুষ্ঠাশ্রমের কল্যাণ কামনা করি, কিন্তু তাহাকে দিয়া কোন ছোটকাজ করাইবেন না। আশ্রম যেখানে প্রতিষ্ঠিত করিয়াছেন সে আমার নয়, কিন্তু তাহার সংলগ্ন শৈবালদীঘি আমার । এই গ্রামের মূনাফা প্রায় পাচ-ছয় হাজার টাকা। আপনাকে জানি। কিন্তু আপনার অবর্তমানে পাছে কেহ তাহাকে নিরুপায় মনে করিয়া অমৰ্য্যাদা काम्ल, ७हे ठरञ्च श्रोधंप्यद्र अछहे áांभषानि ठांशष्क निजांब । चां★नि ब्रिह्छ একদিন আইন-ব্যবসায়ী ছিলেন, এই দান পাকা করিয়া লইতে বাহা কিছু প্রয়োজন

  • t