পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ করিবেন, সে খরচ আমিই দিব। কাগজপত্র প্রস্তুত করিয়া পাঠাইলে আমি সহি করিয়া রেজেস্টারী করিয়া দিব । ঐীবানন্দ চৌধুরী।” ফকির । ( নিৰ্ম্মলের মুখের ভাব লক্ষ্য করিয়া ) সংসারে কত বিস্ময়ই না আছে! নিৰ্ম্মল । ( দীর্ঘনিশ্বাস ফেলিয়া, ঘাড় নাড়িয়া) ই । কিন্তু এ যে সত্য তার প্রমাণ কি ? * ফকির । সত্য না হলে এ ধান নেবার জন্তে ষোড়শীকে কিছুতেই আনতে পারতাম না । নিৰ্ম্মল । ( ব্যগ্র-কণ্ঠে ) কিন্তু তিনি কি এসেচেন ? কোথায় আছেন ? ফকির। আছেন আমার কুটীরে, নদীর পরপারে। নিৰ্ম্মল। আমার যে এখনি একবার যাওয়া চাই ফকিরসাহেব । ফকির। চলুন। ( হাসিয়া ) কিন্তু বেলা পড়ে এল, আবার না তীকে হাতে ধরে রেখে যেতে হয় । [ উভয়ের প্রস্থান ] সহসা অন্তরাল হইতে কয়েকজনের সতর্ক চাপা কোলাহলের মধ্য হইতে প্রফুল্লর কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল—“সাবধানে! সাবধানে ! দেখো যেন ধাক্কা না লাগে !” এবং পরক্ষণেই তাহারা ধরাধরি করিয়া জীবানন্দকে বহিয়া আনিয়া বিছানায় শোয়াইয়া দিল। র্তাহার চক্ষু মুদ্রিত। সঙ্গে প্রফুল্ল ] প্রফুল্প। এখন কেমন মনে হচ্ছে দাদা ? জীবানন্দ । ভালো না । আমি অজ্ঞান হয়ে সাকো থেকে কি পড়ে গিয়েছিলাম প্রফুল্ল ? * - প্রফুল্ল । না দাদা, আমরা ধরে ফেলেছিলাম । কতবার বলেচি এ রুগ্নর্দেহে এত পরিশ্রম সইবে না, কিন্তু কিছুতেই কান দিলেন না। কি সৰ্ব্বনাশ করলেন বলুন’ত ? : জীবানন্দ । ( চক্ষু মেলিয়া ) সৰ্ব্বনাশ কোথায় প্রফুল্প, এই ত আমার পার হবার পাথেয় । এ-ছাড়া এ-জীবনে আর সম্বল ছিল কই ? * * * [.ডব্ৰুতবেগে এককড়ি প্রবেশ করিল, তাহার হাতে একটা কাচের শিশি ] এককড়ি । ( প্রফুল্লর প্রতি ) এখ,খুনি হজুৱকে এটা খাইয়ে দিন। বল্লভ ভাক্তার দৌড়ে আসচে—এলো বলে। " ... • + প্রফুল্ল । ( শিশি হাতে লইয়া জীবানদের কাছে গিয়া ) দাদা ! এই ওষুধটুকু ৰে খেতে হবে। . . " * . . . • . . . . . ow