পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী জীবাননা । ( চক্ষু মুদ্রিত) খেতে হবে ? দাও । ( ঔষধ পান করিয়া) কোথায় যেন ভয়ানক ব্যথা, প্রফুল্প, যেন এ ব্যথার আর স্বীমা নেই। উঃ– প্রফুল্ল । ( ব্যাকুল-কণ্ঠে ) এককড়ি, দেখ না একবার ডাক্তার কত দূরে—ধাও না আর একবার ছুটে । এককড়ি। ছুটেই যাচ্চি বাৰু [ প্রতিপদে প্রস্থান । জীবানন্দ । ছুটোছুটিতে আর কি হবে প্রফুল্প। মনে হচ্চে যেন আজ আর তোমরা ছুটে আমার নাগাল পালে না । প্রফুল্ল । ( নিকটে হাটু গাড়িয়া বসিয়া) এমন ত কতবার হয়েচে, কতবার সেরে গেছে দাদ । আজ কেন এ-রকম ভাবচেন ? জীবানন্দ। ভাবচি ? না প্রফুল্ল, ভাবিনি। ( ঈষৎ হাসিয়া ) অস্কখ বহুবার হয়েচে এবং বহুবার সেরেচে সে ঠিক প্রফুল্প। কিন্তু এবার যে আর কিছুতেই সারবে না সেও ত এমনিই ঠিক প্রফুল্ল । এককড়ি ও বল্লভ ডাক্তারের প্রবেশ ] প্রফুল্ল । ( উঠিয়া দাড়াইয়া ) আম্বন ডাক্তারবাৰু। * বল্লভ। হজুরের অস্থখ–ছুটতে ছুটতে আসচি। ওষুধটা খাওয়ানো হয়েচে ত ? এককড়ি। হয়েচে ভাক্তারবাবু, তখখুনি হয়েচে ! ওষুধের শিশি হাতে উঠি ত পড়ি করে ছুটে এসেচি। বল্লভ কাছে আসিয়। বসিল । কিছুক্ষণ ধরিয়া নাড়ী পরীক্ষণ করিয়া মূখ বিকৃত করিল। মাথা নাড়িয়া প্রফুল্লকে ইঙ্গিতে জানাইল যে অবস্থা ভালো ঠেকিতেছে না । ] এককড়ি । ( আকুল-কণ্ঠে ) কি হবে ডাক্তারবাৰু? খুব ভালো জোরালো একটা ওষুধ দিন—আমরা ভবল ভিজিট দেব, যা চাইবেন দেব— প্রফুল্প। যা চাইবেন দেব ? শুধু এই ? সে আর কতটুকু এককড়ি ? আমরা তারও অনেক, অনেক বেশী দেব। আমার নিজের প্রাণের দাম বেশী নয়, কিন্তু লে দেওয়াও ত আজ অতি তুচ্ছ মনে হয় ডাক্তারবাবু। - বল্লভ, (উপরের দিকে মুখ তুলিয়া) স্বমস্তই ওঁর হাতে প্রফুল্লবাবু, নইলে আমার আর কি ! নিমিত্তমাত্র। লোকে শুধু মিথ্যে ভাবে বই ত না যে, চণ্ডীগড়ের বল্লভ ডাক্তার মরা বঁাচাতে পারে ! ওষুধের বাক্স সঙ্গেই এনেচি, এ-সব ভুল আমার হয় না । চলুন নদীমশাই, শীগগির একটা মিকুচার তৈরী করে দিই। - এককড়ি ও বঙ্গভের প্রস্থাম ] »ፃ ! 》•哥一>导