পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পাঠিয়ে জানা, আর আজ বলচ, যা ভাল হয় তাই কর। আমার বাপ নেই, ভাই নেই বলে আমাকে এমনি করে জন্ধ করা ? লোকে বলবে গোকুল বুঝি সত্যি-সত্যিই তার মায়ের কথা শোনে না । তাহার এই একান্ত অবোধ্য অভিযোগে ভবানী বিমূঢ় হতবুদ্ধির মত একমুহূৰ্ত্ত তাহার পানে চাহিয়া থাকিয়া বলিলেন, গোকুল, আমি ত তোদের কিছুতেই নেই—কোন কথাই ত বলিনি বাবা | * গোকুল অকস্মাং দুইচক্ষু অশ্রপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনিনে মা, যে তুমি আমাকে এমনি করে বলচ ? কিন্তু ভাল হবে না, তা বলে দিচ্ছি। বেন্দ লজ্জায় ঘেন্নায় বাড়ি-ছাড়া হয়ে গেল—আমারও যেখানে দু'চক্ষু যায় চলে যাব ! থাকে৷ তুমি তোমার বিষয়-আশয় নিয়ে।—বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুতপদে বাহির হইয়া গেল । q গোকুলের বড়মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুরমার কাছে শুইত । সে ভোর হইতেনা-হইতে চেচাইতে চেচাইতে আসিল, কাকা এসেচে মা, কাকা এসেচে। পাশের ঘরে গোকুল শুইয়াছিল। সে ধড়মড় করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল । শুনিতে পাইল, তাহার স্ত্রী নিরানন্দ-বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এল রে তোর কাকা ? মেয়ে কহিল, অনেক রাত্তিরে মা ! মা জিজ্ঞাসা করিল, এখন কি কচ্চে ? মেয়ে কহিল, এখনও ওঠেননি। তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন । তাহার মা আর কোন প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল, তোর ঠাকুরমা তাকে কি বললে রে, হিমু ? হিমু ঘাড় নাড়িয়া বলিল, জানিনে ত বাবা। ృశి 8