পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰছ কাজেই নিজের যতই কেন ক্ষতি হোক না, এমন কি কুণ্ডুদের আড়তের কাজটা গেলেও তার পশ্চাদপদ হইবার জো নাই। লোকে শুনিলে যে গায়ে খুখু দিবে। গোকুল চলিয়া গেলে, এমনি অনেক প্রকারের কথায়, অনেক রাত্ৰি পৰ্য্যস্ত তিনি তার ৰিপদগ্ৰস্ত কন্যাকে সাত্বনা দিতে লাগিলেন । 6 সামান্ত কারণেই গোকুলের চোখ রাঙ্গ হইয়া উঠিত। তাহাতে সারারাত্রি জাগিয়া সকালবেলা যখন সে তাহার ঘরে আসিয়া দাড়াইল, তখন সেই একান্ত রুক্ষ মূৰ্ত্তি দেখিয়া ভবানী ভীত হইলেন । গোকুল ঘরে পা দিয়া কহিল, ও:-সৎমা যে কেমন তা জানা গেল । একে ত এই কথাটা সে আজকাল পুনঃ পুন: কহিতেছে ; তাহাতে ও অন্যাঙ্গ নানা প্রকারে উত্যক্ত হইয়া ভবানীর নিজের স্বাভাবিক মাধুর্ঘ্য নষ্ট হইয়া আসিতেছিল। কিন্তু বাহিরের লোক, আত্মীয়-কুটুম্বের তখনও নাকি বাটতে ছিল, তাই তিনি কোনমতে আপনাকে সংযত করিয়া সংক্ষেপে কহিলেন, কি হয়েচে ? গোকুল লাফাইয়া উঠিল । কহিল, হবে কি ? কি করতে পার তোমরা ? বেন্দ নালিশ করে কিছু করতে পারবে না তা বলে দিয়ে যাচ্চি—এদিকে ঈশের মূল আছে। নিমাই রায়—বদিপাড়ার নিমাই রায়, সোজা লোক নয়, তা জেনে রেখো । ভবানী ক্ৰোধ ভুলিয়া অত্যন্ত আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনোদ নালিশ করবে, এ-কথা তোমাকে কে বললে ? - গোকুল কহিল, সবাই বললে । কে না জানে যে, বিনোদ আমার নামে নালিশ করবে ? ভবানী বলিলেন, কই আমি ত জানিনে । আচ্ছ, জানো কি না, সে আমরা দেখে নিচ্চি —বলিয়া গোকুল সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া যাইতেছিল, কিন্তু ফিরিয়া দাড়াইতেই সহসা তাহার শ্বশুরের কথাটাই ծ ՑԵց