পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুরাধ এখানে বলা আবশ্বক পিতার গোড়ামি পুত্রের ছিল না । মদ্য-মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপাবে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুপ । পত্নী-বিয়োগের পরে ভিন্নপল্লীর কে একটি নীচজাতিয় স্ত্রীলোক অ’জ ও অঙ্গর অভাব মোচন করিতেছে এ-কথা সকলেই জানে । গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্বাচার কি তোর জন্তে জলাঞ্জলি দিয়ে চোঁদপুরুষ নরকে SBBB S BBB BBBS BBBBBB BBBSD DS ggg BBBS BB BB কখনো মুখে আনিস্নে । বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল, ত্রিলোচন গাঙ্গুলীর প্রস্তাবট। এইখানেই চাপা পড়িল । গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল—কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। কলিকাতার কাঠেৰ ব্যবসায়ে গুরিঠর লক্ষপতি ধনী । একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রামে, বাল্যে বাবুদের বহু মুদিন তিনি চোখে দেখিয়াছেন, বহু কাজ-কৰ্ম্মে পেট ভরিয়া লুচি-মগু আহার করিয়া গিয়াছেন । টাকাটা তাতার পক্ষে বেশী নয়, তিনি সম্মত হইলেন চাটুয্যেদেব সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন, কুণ্ডুদেব ডিক্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরাইয়া লষ্টলেন, কেবল মৌখিক সর্ত এই রহিল যে, বাহিরের গোটা দুই-তিন ধর কাছারির জন্য ছড়িয়া দিয়া গগন অন্দরের দিকটা যেমন বাস করিতেছে তেমনই করবে । BBB BB BBBSBB KKB BBB BBB KS BBS B BBS BBB সামান্য, সুতরাং বড় রকমের কোন ব্যবস্থা করা চলে না । কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন থেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোন কৰ্ম্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না । অবশেধে গগনের নিজেরই প্রস্তাপে সে নিজেই নিযুক্ত হইল কৰ্ম্মচারী; অর্থাৎ ভূতপূৰ্ব্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহাল শাসনে আসিল, হরিহর হাফ ফেলিয়া বঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়৷ রহিল যথাপূৰ্ব্বস্তথা পর । এক পয়সা তহবিলে জমা পড়ল না । এমনিভাবে গোলমালে আরও বছর-দুই কাটিল, তার পরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুয্যেকে খুজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোজ-খবর তত্ত্ব-তল্পাস করিয়া জানিল, আদায় যা হইবার হইয়াছে, সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা-ঢাকা দিয়াছে । পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খান-তন্নাসী, প্রয়োজনীয় ধাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা, না গগন, কাহারও সন্ধান মিলিল না । গগনের ভগিনী অঙ্গরাধা ও দর-সম্পর্কের একটি y&¢