পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অম্বুরাধা বৃদ্ধ রোষ-ক যায়িত চক্ষ কছিলেন, সে ত ফেরারী আসামী মশাই—প্রজাদের সৰ্ব্বনাশ করে চম্পট দিয়েচে । এতদিন সেই ত বাধা দিচ্ছিল, নইলে অভ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে, স্বভাব-কুলীন, আমরা কৃষ্ণের সস্তান—বংশজের স্বরে বোন দেব না। এই ছিল তার বুলি। এখন সে গুমোর রইল কোথায় ? বংশজের ঘরে যেচে আসতে হ’লে যে ! এখনকার দিনে কুল কে খোজে মশাই ? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব-বলুন ঠিক কি না ? বিজয় বলিল, ই ঠিক । অনুরাধা স্বীকার করেচেন ? ভদ্রলোক সদস্তে জান্থতে চপেটাঘাত করিয়া কহিলেন, স্বীকার ? বলচেন কি মশাই, যাচা-যাচি ! শহর থেকে এসে আপনি একটা তাড়া লাগাতেই দু'চোখে অন্ধকার-ফাই মা তার দাড়াই কোথা ! নইলে আমার ত মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বোমাদের অমত, মেয়ে-জামাইরা সব বেঁকে দাড়িয়েছিল—আমিও ভেবেছিলুম, দূর হোগ গে, জু-সংসার তো হ’লে, আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, 'গাণ্ড লীমশাই, পায়ে স্থান দাও । তোমার ঘরে উঠোন বাট দিয়ে খাব সেও আমার ভালো। কি করি, স্বীকার করলুম। বিজয় নিৰ্ব্বাক্ হইয়া বসিয়া রহিল। - t বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহও এ-বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুয্যের কে এক পিসী আছে সে-ই কঙ্কা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন । তাড়া দেব না—এই ত ? বেশ, তাই হবে। এখন আপনি আস্কন, নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই ত, হবেই ত । আপনার ঠাকুর হলেন লক্ষপতি ! প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে স্বপ্রভাত হয় । তা হয়, জাপনি এখন আস্থন । আসি মশাই, আসি—নমস্কার । বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন । লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে, তাহার মাথা-ব্যথা করিবার কি আছে ? বস্তুতঃ এ-ছাড়া মেয়েটিরই বা উপায় কি ? ব্যাপারটা অভাবিতপূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তাহার ছশ্চিন্তা কিসের ? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল, সেদিন সে বলিতেছিল, অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে, কুলের গৌরব লইয়া সে কি করিবে, সহজে দুটা খাইতে-পরিতে যদি পায় সেই যথেষ্ট। ծ Պծ