পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चाईब्रांश করুন । কুমারের চিস্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে । তাকে যত পাবও লোকে ভাবে সে তা নয়। কিন্তু সন্তোষ । তার বাপ-মা দুই-ই গেছে, নতুন মেলে৷ জিলোচনের ঘরে যদি তার ঠাই না হয়, কি করবেন তাকে নিয়ে ? ভেবেচেন সে-কথা ? অল্পরাধা বলিল, মালীর ঠাই হবে বোনপোর হবে না ? হওয়াই উচিত, কিন্তু যেটুকু তীর দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না। এ-কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না , ভাবিতে একটু সময় লাগিল, তার পর শাস্ত দৃঢ়-কণ্ঠে কহিল, তখন গাছতলায় দু'জনের স্থান হবে। সে কেউ বন্ধ করতে পারবে না । বিজয় বলিল, মাপীর যোগ্য কথা অস্বীকার করিনে, কিন্তু সে সম্ভব নয় । তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন। কুমারের বন্ধু ও, সে যদি মাহুষ হয় সম্ভোষও হবে । - ভিতর হইতে আর কোন জবাব আসিল না, বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল । ঘণ্টা দুই-তিন পরে দ্বারের বাহিরে দাড়াইয়া সন্তোষ বলিল, মাঙ্গীমা আপনাকে খেতে ডাকচেন । আমাকে ? ই, বলিয়াই সে প্রস্থান করিল। অনুরাধার রান্নাঘরে খাবার ঠাই করা । বিজয় আসনে বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন ? অনুরাধা অনতিদূরে দাড়াইয়া ছিল, চুপ করিয়া রহিল। ভোজ্যবস্তুর বাহুল্য নাই, কিন্তু যত্বের পরিচয় প্রত্যেকটি জিনিলে । কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো । আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল, কুমার কি খেলে ? সাগু খেয়ে সে ঘুমিয়েচে । , ঝগড়া করেনি আজ ? অনুরাধা হালিয়া ফেলিল, বলিল, আমার কাছে শোবে বলে আঙ্গ ও ভারী শান্ত । মোটে ঝগড়া করেনি । 为专重 $ ०¥-२♚