পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জাসিয়া বলে, মাছের তরকারি থাক, ও বোধ হয় ভালো হয়নি। কিন্তু কালকের মত বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। বিজয় শুনাইয়া বলিল, তোমার মালী যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তা হলে পড়ে থাকবে না । हग्न এমনি করিয়া এই পাঁচটা দিন কাটিল । মেয়েদের যত্বের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট, মাকে সে ছেলেবেলা হইতে অস্বস্ব ও অপটু দেখিয়াছে, গৃহিণীপনার কোন কৰ্ত্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই—নিজের স্ত্রীও ছিল মাত্র বছর-দুই জীবিত—তখন তাহার পাঠ্যাবস্থা। ইহার পর হইতে দীর্ঘকাল কাটিয়া গেল স্বদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতার ভালো-মন্দ অনেক স্বতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব বইয়ে-পড়া কল্পিত কাহিনী । জীবনের সত্য প্রয়োজনে একেবারে সম্বন্ধবিহীন । আর আছে তাহার দাদার স্ত্রী প্রভাময়ী ! যে-পরিবারে বৌদিদির বিচার চলে, ভালো-মন্দর আলোচনা হয়, সে পরিবার তাহীদের নয় । মাকে অনেকদিন কঁদিতে দেখিয়াছে, বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ-সকল সে নিজেই অসঙ্গত ও অনধিকার-চচ্চ মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর-পুত্রের খোজ না রাখিলে, বধু শ্বশুর-শাশুড়ীর সেবা না করিলে যে প্রচও অপরাধ হয়, এ ধারণ তাহার নয় । তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে মৰ্ম্মাহত হইত তাহাও নয় । কিন্তু তাহার এতকালের ধারণাটাকে এই শেষের পাচটা দিন যেন ধাক্কা দিয়া নড়বড়ে করিয়া দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময়, চাকর জিনিস-পত্র বাধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘণ্ট-খানেক মাত্র দেরি, সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসীমা খেতে ডাকচেন । এমন সময়ে ? չԵԵ.