পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আমার মনে আছে। জানি গাঙলীমশায়ের কাছে ভিক্ষুকের মতই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে, কিন্তু আপনার কাছে তা নয় । যা চাইব স্বচ্ছদে চাইব । কিন্তু মনে থাকে যেন, বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান। বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন ? জানাবার মত আমার কি প্রয়োজন হবে, অনুরাধা ? তা কি করে জানব। আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও ত পারব | আপনাকে ওরা করতে দেবৈ কেন ? আমাকে কেউ বাধা দিতে পারবে না । সাত কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন—সে কি কথা রে! যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি ? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেচে মা, তাকে খুজে বার করে কার সাধ্য ! তোমার নাতি রইল তার মাসীর কাছে । দিন-কয়েক পরেই জাসবে । হঠাৎ মাসী এল কোথা থেকে রে ? বিজয় বলিল, ভগবানের তৈরী সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না । যে তোমার টাকা-কড়ি নিয়ে ডুব মেরেচে এ সেই গগন চাটুয্যের ছোটবোন । বাড়ি থেকে একেই তাড়াব বলে লটি-সোটা পিয়াদ'-পাইক নিয়ে রণ-সজ্জায় যাত্রা করেছিলুম, কিন্তু তোমার আপনার নাতিই করলে গোল। এমনি তার আঁচল চেপে রইল যে দু'জনকে একসঙ্গে না তাড়ালে জার তাড়ানো চলল না ! չին