পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনভী كة يا হরিশ পাবনার একজন সন্ধান্ত ভাল উকিল । কেবল ওকালতি হিসাবেই নয়, মানুষ হিসাবেও বটে। দেশের সর্বপ্রকার সদাচুষ্ঠানের সহিতই সে অল্প-বিস্তর সংশ্লিষ্ট । সহরের কোন কাজই তাহাকে বাদ দিয়া হয় না । সকালে দুনীতি-দমন” সমিতির কাৰ্য্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল, কাজ সরিয়া বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে, এখন কোনমতে দুটি খাইয়া লইয়া আদালতে পৌছিতে পারিলে হয় । বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার ক্রটি ঘটে । * স্ত্রী নিৰ্ম্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিল, কহিল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসচেন এখানকার মেয়ে-ইস্কুলের ইনস্পেকৃট্রেস হয়ে । এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর । উমা চকিত হইয়া কহিল, সত্যি নাকি ? তা লাবণ্য নাম এমন ত কত আছে cयोनि ! নিৰ্ম্মলা বলিল, তা আছে । ওঁকে জিজ্ঞাসা করছি । হরিশ মুখ তুলিয়া সহসা কটুকণ্ঠে বলিয়া উঠিল, আমি জানব কি করে শুনি ? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বাহাল করে নাকি ? স্ত্রী স্নিগ্ধস্বরে জবাব দিল, আহা রাগ কর কেন, রাগের কথা ত বলিনি। তোমার তদবির-তাগাদায় যদি কারও উপকার হয়ে থাকে সে ত আহলাদের কথা । বলিয়া, যেমন অলিয়াছিল তেমনি মন্থর মৃদু-পদে বাহির হইয়া গেল । উমা শশব্যস্ত হইয়া উঠিল—আমার মাথা খাও দাদা, উঠে না—উঠে না— হরিশ বিদ্যুৎ-বেগে আসন ছাড়িয়া উঠিল—নাঃ, শাস্তিতে একমুঠে খাবারও জো নেই । উঃ ! আত্মঘাতী না হলে আর—, বলিতে বলিতে দ্রুতবেগে বাহির হইয়ঃ গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে ? যে হবে সে একদিন জগৎ দেখবে। ३9 à