পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्राञ्जपव्नान्ञ्ज =ुब्व्न्न বুড়ী বৃন্দাবন সামস্তের মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামস্ত প্রত্যহ ঝগড়া-লড়াই করিয়া মাস-ছয়েক একাম্নে এক বাটীতে কাটাইল, তাহার পরে একদিন পৃথক হইয়া গেল । গ্রামের জমিদার চৌধুরীমশাই নিজে আসিয়া তাহদের চাষ-বাস, জমি-জমা, পুকুর-বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন । ছোটভাই স্বমুখের পুকুরের ওধারে খানদুই মাটির ঘর তুলিয়া ছোটবে এবং ছেলে-পুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল । সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বঁাশঝাড় ভাগ হইতে পাইল না। কারণ, শিৰু আপত্তি করিয়া কহিল, চৌধুরীমশাই, বঁাশঝাড়টা আমার নিতান্তই চাই। ঘরদোর সব পুরানো হয়েচে, চালের বাত-বাকারি বদলাতে, খোটাখুটি দিতে বঁাশ আমার নিত্য প্রয়োজন । গায়ে কার কাছে চাইতে যাব বলুন ? শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের উপর হাত নাড়িয়া বলিল, আহ, ওর ঘরে খোটাখুটিতেই বঁাশ চাই—আর আমার ঘরে কলাগাছ চিরে দিলেই হবে, না ? সে হবে না, সে হবে না চৌধুরীমশাই, বঁাশঝাড়টা আমার না থাকলেই চলবে না, তা বলে দিচ্ছি। মীমাংসা ঐ পর্য্যন্তই হইয়া রহিল। স্বতরাং সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে, শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলেই শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্র বঁাশঝাড়ের তলা দিয়া হাটিলেই শঙ্কু লাঠি লইয়া মারিতে দৌড়ায় । সেদিন সকালে এই বঁাশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারে তুমুল দাঙ্গ হইয়া গেল। ষষ্ঠীপূজা কিংবা এমনি কি একটা দৈবকার্য্যে বড়বে। গঙ্গামণির কিছু বাশপাতার অাবগুক ছিল । পল্লীগ্রামে এ বস্তুটি দুল্লাভ নয়, অনায়াসে অন্যত্র সংগ্ৰহ হইতে পারিত, কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার সরম বোধ হইল। বিশেষতঃ র্তাহার মনে ভরসা ছিল, দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে— ছোটবোঁ এক আর করিবে কি। - ఇలిa