পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंद्र९-नॉश्डिJ-म९#ह বিনা দোধে গুরুদেবের দশা কি করেচে চোখে দেখোসে। তখন সবাই গেলেন ঘরে। নদরাণী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দস্তি ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বল ? 净 গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্ব,দ্ধিতায় বৃদ্ধ হাঃ হাঃ করে ছেসে ফেললেন । লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, লালুবাবু কোঠি মে নহি যায়। আর একজন এসে জানাল সে মালীমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মালীম তাকে আসতে দিলেন না। মাঙ্গীমা মানে নন্দর ছোট বোন। তার স্বামীও উকীল, সে অন্ত পাড়ায় থাকে। এর পরে লালু দিন-পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। =る干=モtー秀甘言 ब्रऽङ्ऴ्न्र-त्रतः। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন চের মত গায়ে বিধিতেছিল। আকাশে পূর্ণচন্দ্র। চারিদিক জ্যোংস্নায় যেন ভাসিয়া বাইতেছে। হঠাৎ ইন্দ্র আসিয়া হাজির ৷ কহিল, “—তে থিয়েটার হবে ষাবি ?” থিয়েটারের নামে একেবারেই লাফাইয়া উঠিলাম। ইজ কহিল, "তবে কাপড় পরে শীগগির আমাদের বাড়ি আয় ।” . .” পাচ মিনিটের মধ্যে একটা র্যাপার টানিয়া লইয়া ছুটিয়া বাহির হইলাম। সেখানে যাইতে হইলে ট্রেনে যাইতে হয়। ভাবিলাম উহাদের বাড়ির গাড়ি করিয়া স্টেশনে যাইতে হইবে—তাই তাড়াতাড়ি । • - ইন্দ্ৰ কহিল, “তা নয়। আমরা ডিঙিতে যাব ।” * . আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম। কারণ, গঙ্গার উজান ঠেলিয়। যাইতে হইন্থে : বিলম্ব হওয়াই সম্ভব। হয়ত বা সময়ে উপস্থিত হইতেই পারা যাইবে না। : . રોઝા ,