পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যকালের গল্প DDt ttBBBD D BB BBBBB BBBB BBBB BBBB BBBBB BBBS ছিলেন। কিন্তু প্ৰায়শ্চিভের ঘোর কাটাইৱা তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সেরাত্রে আমাদিগকে কম মেহম্মত করিতে হয় মাই । কিন্তু সবচেয়ে আশ্চৰ্য্য এই শ্বে, বাৰু ডাঙ্গায় উঠিয়াই প্রথম কথা কহিলেন, “আমার এক পাটি পাম্প ?” সেটা ওখানে পড়িয়া আছে—সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ-ক্লেশ বিশ্বত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সাজা খাড়া হইয়া উঠিলেন । তারপরে কোটের জঙ্ক, গলাবন্ধের জন্ত, মোজার জন্ত, দস্তানার জন্ত একে একে পুন:পুন: শোক প্রকাশ করিতে লাগিলেন ; এবং সে-রাত্রে ধাতক্ষণ পর্য্যস্ত না ফিরিয়া নিজেদের ঘাটে পৌছিতে পারিলাম, ততক্ষণ পর্য্যস্ত .কবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন—কেন আমরা নিৰ্ব্বোধের মত সে-সব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিতে গিয়াছিলাম। না খুলিলে ত ধূলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না। আমরা খোটার দশের লোক, আমরা চাষার সামিল, আমরা এ-সব কখনো চোখ থে দেখি নাই—এই সমস্ত অবিশ্রাম বকিতে বকিতে গেলেন। যে দেহটাকে ইতিপূৰ্ব্বে একটি ফোটা জল লাগাইতে তিনি ভয়ে সারা হইতেছিলেন, জামা-কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিশ্বত হইলেন । উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহুগুণে অতিক্রম কবিয়া যায়, তাহা এই-সব লোকের সংসর্গে না আসিলে, এমন করিয়া চোখে পড়ে না । রান্ত্রি দু’টার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল । আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলিকাতার বাৰু ইতিপূপে মূচ্ছি ত হইতেছিলেন, সেইখানি গায়ে দিয়া, তাহারই অবিশ্রাম নিন্দ করিতে করিতে, পা মুছিতে ও ঘৃণা হয় তাহ পুন:পুন: শুনাইতে শুনাইতে ইন্দ্রর খানি পরিধান করিয়া তিনি সে-যাত্রা আত্মরক্ষা করিয়া বাট গেলেন । যাই হোক, তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র-কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবৰ্ত্তন করিয়াছিলেন তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব-অত্যাচার হাসিমুখে সহ করিয়া আজ নৌকা-চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুৰ্ভয় শীতের রাত্রে ক্টোচার খুট মাত্র অবলম্বন করিয়া কঁাপিতে কঁাপিতে স্বাড়ি ফিরিয়া গেলাম । Չն Պ