পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विछिन्न ब्रफ़नांवलौ বগলাম, না। অহিংস সহিংস কোন অসহযোগেই আমার বিশ্বাস নেই। দেশবন্ধু সহস্যে কহিলেন, অর্থাৎ আমাদের মধ্যে দেখচি, কোথাও লেশমাত্র মতভেদ নেই । আমি প্রত্যুত্তরে কহিলাম, একদিন কিন্তু যথার্থই লেশমাত্র মতভেদ থাকবে না, আমি এই আশাতেই আছি। ইতিমধ্যে যতটুকু শক্তি, আপনার কাজ করে দিই। আর শুধু মত নিয়েই বা হবে কি, বসন্ত মজুমদার, ঐশ চট্টোপাধ্যায় এরা ত দেশের বড় কৰ্ম্মী, কিন্তু ইংরাজের প্রতি বসন্তর বিঘুর্ণিত রক্তচক্ষুর অহিংস দৃষ্টিপাত এবং শ্ৰীশের প্রেমসিক্ত বিদ্বেষবিহীন মেঘগর্জন,—এই দুটি বস্তু দেখলে এবং শুনলে আপনারও সন্দেহ থাকবে না যে, মহাত্মাঞ্জীর পরে অহিংস অসহযোগ যদি কোথা ৪ স্থিতি লাভ করে থাকে, ত এই দুটি বন্ধুর চিত্তে । অথচ, এত বেশী কাজই বা কয়জনে করেচে। অসহযোগ আন্দোলনের সার্থক ! ত গণসাধারণ, অর্থাৎ mass-এর জন্য ? কিন্তু এই mass পদার্থটির প্রতি আমার অতিরিক্ত শ্রদ্ধা নেই। একদিনের উত্তেজনায় এরা হঠাৎ কিছু একটা করে ফেলতে পারে, কিন্তু দীর্ঘদিনের সহিষ্ণুতা এদের নেই। সে-বার দলে দলে এরা জেলে গিয়েছিল, কিন্তু দলে দলে ক্ষমা চেয়ে ফিরেও এসেছিল । যারা আসেনি তারা শিক্ষিত মধ্যবিত্ত গৃহস্থের ছেলেরা । তাই আমার সমস্ত আবেদননিবেদন এদের কাছে । ত্যাগের দ্বারা কেউ কোনদিন যদি দেশ স্বাধন করতে পারে, ত শুধু এরাই পারবে। এইখানে দেশবন্ধুর বোধ করি একটা গোপন ব্যণা ছিল, তিনি চুপ করিয়া রছিলেন । কিন্তু জেলের কথায় তাহার আর একটা প্রকাগু ক্ষোভের কথা মনে পড়িয়া গেল। বলিলেন, এ দুরশি, আমার কোনদিন নেই যে, দেশ একেবারে একলাফে পুরো স্বাধীন হয়ে যাবে। কিন্তু আমি চাই স্বরাজের একটা সত্যকার ভিত্তি স্থাপন করতে। আমি তখন জেলের মধ্যে, বাইরে বড়লাট প্রভৃতি এরা, ওদিকে সাবরমতি আশ্রমে মহাত্মাজী,—র্তার কিছুতেই মত হ’লে না,অভবড় সুযোগ আমাদের নষ্ট হয়ে গেল। আমি বাইরে থাকলে কোনমতেই এতবড় ভুল করতে দিতাম না । অদৃষ্ট ! তার লীলা। রাত্রি শেষ হইয়া আসিতেছিল, বলিলাম, শুতে যাবেন না ? চলুন । চলুন, বলিয়া তিনি উঠিয়া দাড়াইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এই রেভোলিউশনারীদের সম্বন্ধে আপনার যথার্থ মতামত কি ? সম্মুখের আকাশ ফর্স হইয়া আসিতেছিল, তিনি রেলিং ধরিয়া কিছুক্ষণ উপরের DBB BBD DBBDS DD BB BBBBBS BBB BB BBB BB BBD ২৯ ৭ مياه حسيـة ه د