পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौन्न छूश्च চণ্ডী-মন্দিরের পথ ; বেলা—পূৰ্ব্বাহ্ন । [ জনৈক ভিক্ষুক ও তাহার কন্যার প্রবেশ । ] কন্যা। আর যে চলতে পারিনে বাবা, মায়ের মন্দির আর কত দূরে ? ভিক্ষুক। ঐ যে আগে কত লোক চলে যাচ্ছে মা, বোধ হয় আর বেশী দূরে নয়। কন্যা | কে গান গাইতে গাইতে আসচে বাবা, ওকে শুধোও না ? [ গান গাইতে গাহিতে দ্বিতীয় ভিক্ষুকের প্রবেশ ] তোর পাওয়ার সময় ছিল যখন, ওরে অবোধ মন, মরণ-খেলার নেশায় মেতে রইলি অচেতন । প্রথম ভিক্ষুক । মায়ের মন্দির আর কত দূরে বাবা ? দ্বিতীয় ভিক্ষুক । ঐ যে— তখন ছিল মণি, ছিল মানিক পথের ধীরে ধারে— এখন ডুবলে তারা দিনের শেষে বিষম অন্ধকারে । প্রথম ভিক্ষুক । ই গা— দ্বিতীয় ভিক্ষুক । কি গো কি ? প্রথম ভিক্ষুক। বিষ্ণু গা থেকে আসছি বাবা, পথ যেন আর ফুরোয় না। শুনি যে জনাৰ্দ্দন রায়মশায়ের নাতির কল্যাণে আজ মায়ের পূজো । বামুন বোষ্টম ভিখারী যে যা চাইবে তাই নাকি রায়মশায়— দ্বিতীয় ভিক্ষুক । রায়মশায় নয়, রায়মশায় নয়, তার জামাই। পশ্চিম মুম্বুকের ব্যারিস্টার—রাজা বললেই হয় । দু' সরা চি ড়ে-মুড়কি, এক সরা সন্দেশ, আর আট-গণ্ডা পয়সা নগদ-~~ - ভিক্ষুক-কন্যা । [ পিতার প্রতি ] ই বাবা, তুমি যে বলেছিলে মেয়েদের একখানা করে রাঙা-পেড়ে কাপড় দেবে ? দ্বিতীয় ভিক্ষুক । দেবে, দেবে। যে যা চাইবে । রায়মশায়ের মেয়ে হৈমবতী কাউকে না বলতে জানে না ।