পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যুব-সমিতির সম্মিলনে এই কথাটাই আমি সকলের চেয়ে বেশী করে বলতে চেয়েছিলাম । বলতে চেয়েছিলাম, তোমাদেব পরাধীন দেশটিকে বিদ্বেণীর শাসন থেকে যুক্তি দেবার অভিপ্রায়েই তোমাদের সত্তৰ গঠন । ইস্কুল কলেজের ছাত্রদের পাঠ্যাবস্থাতেও দেশের কাজে যোগ দেবার—স্বাধীনতা-পরাধীনতার বিষয় চিত্ত৷ করবার অধিকার আছে। এবং এই অধিকারের কথাটাও মুক্তকণ্ঠে ঘোষণা করবার অধিকার আছে । * বয়স কখনও দেশের ডাক থেকে কাউকে আটকে রাখতে পারে না, তোমাদের মত কিশোরবয়স্কদেরও না । একজামিনে পাশ করা দরকার,–এ তার চেয়েও বড় দরকার। ছেলেবেলায় এই সত্যচিন্তা থেকে আপনাকে পৃথক করে রাখলে যে ভাঙ্গার স্বাক্ট হয়, একদিন বয়স বাড়লেও ত আর তা জোড়া লাগতে চায় না । এই বয়সের শেখাটাই সবচেয়ে বF শিক্ষা। একেবারে রক্তের সঙ্গে মিশে যায় । নিজেও ত দেখি, ছেলেবেলায় মায়ের কোলে ৰসে একদিন ষা শিখেছিলাম, আজ এই বৃদ্ধ বয়সেও তা তেমনি অক্ষুন্ন আছে। সে শিক্ষার আর ক্ষয় নাই। তোমরা নিজের বেলাতেও ঠিক তাই মনে ক’রে । ভেবো না যে, আজি অবহেলায় যেদিকে দৃষ্ট দিলে না, আর একদিন বড় হয়ে তোমরা ইচ্ছামতই দেখতে পাবে। হয়ত পাবে না, হয়ত সহস্ৰ চেষ্টা সত্বেও সে দুল্লভ বস্ত চিরদিনই চোখের অন্তরালে রয়ে ষাবে । ষে শিক্ষা পরম শ্রেয়, তাকে এই কিশোর বয়সেই শিরার রক্তের মধ্য দিয়ে প্রবাহিত করে গ্রহণ করতে হয়, তবেই যথার্থ করে পাওয়া যায় কালকের এই যুব-সমিতির যুবকেরা কংগ্রেসের ধরণ-ধারণ ছেলেবেলাতেই গ্রহণ করেছিল বলে সে রীতি-নীতি আর ত্যাগ করতে পারেনি। এটা ভয়ের কথা । রংপুর, ১৭ই ੋ5ਧ ! ‘’

  • ১৩৩৬ বঙ্গা, বৈশাখ সংখ্যা (৩য় বর্ষ, ১ম সংখ্যা ) ৰেণু মাসিক-পত্রে প্রকাশিত ।

ҹogy