পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ মজির স্থিা প্রায়ই বলা হয়, অবসরকালে দু-চার ঘণ্টা করিয়া প্রত্যহ চরকা কাটিলে মাসিক আট আনা দশ আনা বারো আনা আয় বাড়ে। গরীব দেশে এই ঢের । অবস্ত গরীব শব্দটা অনাপেক্ষিক বস্ত নয়, একটা তুলনাত্মক শব্দ। Economics-এ marginal necessity-র উল্লেখ আছে, সে যে-দেশের শাস্ত্র, সেই দেশের উপলব্ধির ব্যাপার। আমাদের এ-দেশের গরীব কথাটার মানে আমরা সবাই বুৰি, এ লইয়া তর্ক করিও না, কিন্তু এই দৈনিক এক পয়সা দেড় পয়সা জায় বৃদ্ধিতে চাষার খাইয়া পরিয়া পৃষ্ঠ হইয়া কি করিয়া যে ইংরাজ তাড়াইয়া স্বরাজ আনিবে, ইহাই বুঝা কঠিন । অনিলবরণ বলেন, কোথায় চরকা, কোথায় তুলে, কোথায় ধুমুরি, এত হাঙ্গামা না করিয়া অবসরমত দু'মুঠ ঘাস ছিড়িলেও ত মাসিক দশ-বারে আনা অর্থাৎ দিনে এক পয়সা দেড় পয়দা রোজগার হয় । তিনি আরও বলেন, ইহাতে অন্য উপকারও আছে। এ. আই. পি. সি-র একটা মিটিং ডাকিয়া franchise করিয়া দিলে লিডারদের তখন ঘাস ছিড়িতে পাড়াগায়ে আলিতে হুইবে । কারণ, শহুরে স্বাস মেলে না । অতএব এরূপ মেলামেশায় পল্লী-সংগঠনের কাজটাও দ্রুত আগাইয়া ৰাইবে । অন্ততঃ সহরের মধ্যে মোটর হাকাইয়া লোক চাপা দিয়া মারার দুষ্কৰ্শ্বট কিছু কম হওয়ারই সম্ভাবন । আমি বলি, অনিলবরণের প্রস্তাবটিকে due consideration দেওয়া উচিত। রবীন্দ্রনাথ দেশে ফিরিয়াছেন, তিনি হয়ত শুনিয়া বলিবেন, ইহাও utterly childish, কিন্তু আমরা বলিব, কবিদের বৃদ্ধি-মুদ্ধি নাই,--মুতরাং তাহার কথা শোনা চলিবে না। বিশেষতঃ বার মাসের মধ্যে তের মাস থাকেন তিনি বিলাতে, দেশের আবহাওয়া তিনি জানেন কতটুকু ? চরকা-বিশ্বাসী অহিংসকের হিংস্র অধিবাসীদের ধিক্কার ধিয়া প্রায়ই বলিয়া থাকেন, তোমরা চরকা-কাটার মত সোজা কাজটাই ধৈৰ্য্য ধরিয়া করিতে পার না, আর তোমরা করবে দেশোদ্ধার ? ছি ছি, তোমাদের গলায় দড়ি । BBD BBB DDDD DDD DDS DDB BD BB BBBS BBB BS BBBBS कांछि८ठ३ वर्षन नांब्रिजांभ मा, उ१न श्रांभां८श्द्र दांब्रां वांद्र केि इझेcद ? किरू श्रांबि বলি হতাশ হইবার কারণ নাই । অনিলবরণের কৰ্ম্ম-পদ্ধতি অন্ততঃ বছর-বানেক trial দিয়া দেখা উচিত। কারণ, জারও সহজ । চরকা কিনিতে হইবে না, শিখিতে হুইবে না, তুলার চাষ করিতে হইবে না, বাজারের শরণাপন্ন হইতে হইবে না - কোনও মুস্কিল নাই। আর পদ্মার চর হইলে ত কৰাই নাই। ছিড়িতেও হইবে না, খরা মাত্রেই খুশ, করিয়া উপড়াইয়া আসিবে। স্বরাজ মূঠার মধ্যে । eé३