পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন আছে সেই ছেলেবয়সেই মনে মনে বোললাম, এই গুরুদাস । সেকালের এম. এ.-তে Mathematics-a First, no efoot, to Jurist, no wo, Universityভাইস-চ্যাসেলার। ধার্থিক, সত্যবাদী—তিনি ভণ্ডামি করেননি, যা সত্য বলে বিশ্বাস করতেন তাই বলেচেন,- তাই এই ভীষণ ক্ৰোধ। দেখি এ নিয়ে Sir oliver Lodge-এর সঙ্গেও তর্ক চলে না, আমার প্রজা গৌর মাঝির সঙ্গেও না। এ অন্ধ বিশ্বাস। তাকেই নানা যুক্তি, নানা কথার মারপ্যাচ লাগিয়ে সত্যি বলে মেনে নেওয়া । বিদ্যে-সিস্থ্যে থাকলে কথায়-বাৰ্ত্তীয় রঙ-চণ্ড লাগাতে পারে, না থাকলে সোজা কথার সহজ করে বলে। প্রভেদ ঐটুকু। ঐ Sir Goorocdas ! তোমার কাছে এ-সব বলতেও ভয় হয়, কারণ সকলেই জানে যে, আশ্রমবাসীরা অত্যস্ত ক্রোধী হয় । তারা কথায় কথায় গাল-মন্দ করে তেড়ে মারতে আসে ••••••কোন আশ্রমের পরেই আমি প্রসন্ন নই, কিন্তু কোন-একটা বিশেষ আশ্রমের পরেই আমার কিছুমাত্র বিদ্বেষ বা আক্রোশ নেই। আমি জানি ও সবই সমান। সবই ভূয়ো । আশ্রম যাক...আসল কথা তুমি নিজে । তোমাকে যে অত্যন্ত স্নেহ করি এ মিথ্যে নয়। ভারী দেখতে ইচ্ছে হয়। গান গুনতে, গল্প করতে । ভারী বুড়ো হয়ে পড়েচি, আর ক’টা দিনই বা বাঁচবো, এদিকে আসবে না একবার ? অামার স্নেহাশীৰ্ব্বাদ জেনো।--শ্ৰীশরৎচন্দ্র চট্টোপাধ্যায় • ১১ই জ্যৈষ্ঠ, ১৩৩৬ (১) ভূপেন, একখানি মাসিক পত্রের তুমি সম্পাদক, catchwordএর মোহ যেন তোমাকে না পেয়ে বসে। কারণ, এ-কথা তোমার কিছুতেই ভোলা উচিত নয় যে, বিপ্লব এবং বিদ্রোহ এক বস্ত নয় । কোথাও দেখেচ কি বিপ্লব দিয়ে পরাধীন দেশ স্বাধীন হয়েচে ? ইতিহাসে কোথাও এর নজির আছে ? বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন দেশেই Govt-এর form অথবা সামাজিক নীতিরও পরিবর্তন করা যায়, কিন্তু বিপ্লব দিয়ে পরাধীন দেশকে স্বাধীন করা যায় বলে আমার মনে হয় না । তার কারণ কি জানো ? বিপ্লবের মাঝে আছে class war, বিপ্লবের মাঝে আছে civil war ;– আত্মকলহ ও গৃহবিচ্ছেদ দিয়ে আর যাই কেন করা যাক, দেশের চরম শক্রকে পরাভূত করা ষাৰে না। বিপ্লব ঐক্যের পরিপন্থী।

  • (১) হইতে (e) সংখ্যক পত্রগুলি ঐদিলীপকুমার রায়কে লিখিত। মন্ট, দিলীপবাবুর ডাক নাম

סרטי