পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ষোড়শী । হা । জীবানন্দ । এ-সব তবে সত্যি বল ? ষোড়শী । ইঁ, সত্যি । জীবানন্দ । ( আহত হইয়া ) ও —সত্যি ! ( স্তিমিত দীপ-শিখাটা উজ্জল করিয়া দিয়া ষোড়শীর মুখের প্রতি তীক্ষ-চক্ষে চাহিয়া) এখন তাহলে তুমি কি করবে মনে কর ? ষোড়শী । কি আমাকে আপনি করতে বলেন ? জীবানন্দ । তোমাকে ? ( ক্ষণকাল স্তন্ধ থাকিয়া, দীপ-শিখা পুনরায় উজ্জ্বল করিয়া দিয়া) তা হলে এরা সকলে যে তোমাকে অসতী বলে— ষোড়শী । এদের বিরুদ্ধে আপনার কাছে ত আমি নালিশ জানাইনি। আমাকে কি করতে হবে তাই বলুন । কারণ দেখাবার প্রয়োজন নেই। জীবানন্দ । তা বটে। কিন্তু সবাই মিথ্যা কথা বলে, আর তুমি একাই সত্যবাদী, এই কি আমাকে তুমি বোঝাতে চাও অলকা ? [ ষোড়শী নিরুত্তর ] জীবানন্দ । একটা উত্তর দিতেও চাও না ? ষোড়শী । ( মাথা নাড়িয়া ) না । জীবানন্দ । অর্থাৎ আমার কাছে কৈফিয়ৎ দেওয়ার চেয়ে দুনামও ভালো । বেশ, সমস্তই স্পষ্ট বোঝা গেছে । (এই বলিয়া তিনি ব্যঙ্গ করিয়া হাসিলেন । ) ষোড়শী । স্পষ্ট বোঝা যাবার পরে কি করতে হবে তাই শুধু বলুন। [ তাহার এই উত্তরে জীবানন্দের ক্রোধ ও অধৈৰ্য্য শতগুণে বাড়িয়া গেল ] জীবানন্দ। কি করতে হবে সে তুমি জানে, কিন্তু আমাকে দেবমন্দিরের পবিত্রতা বাচাতে হবে। এর যথার্থ অভিভাবক তুমি নও, আমি। পূৰ্ব্বে কি হতে জানিনে, কিন্তু এখন থেকে ভৈরবীকে ভৈরবীর মতই থাকতে হবে, না হয় তাকে যেতে হবে । ষোড়শী । বেশ তাই হবে। যথার্থ অভিভাবক কে সে নিয়ে আমি বিবাদ করব না। আপনারা যদি মনে করেন আমি গেলে মন্দিরের ভালো হবে আমি যাব । জীবানন্দ । তুমি যে যাবে সে ঠিক। কারণ, যাতে যাও সে আমি দেখব । ষোড়শী । কেন রাগ করচেন, আমি তো সত্যিই যেতে চাচ্চি । কিন্তু আপনার ওপর এই ভার রইল যেন মন্দিরের যথার্থই ভালো হয় । stvo