পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cशांख्वॆी ষোড়শী। চৌধুরীমশাই, উকিল-ব্যারিস্টার বড়লোক বলে বাহবাটা কি এক ওঁরাই পাবেন। আন্দামান প্রভৃতি বড় ব্যাপারে না হোক, কিন্তু ছোট বলে এদেশের শ্ৰীঘরগুলোও ত মনোরম স্থান নয়,-দুঃখী বলে ভৈরবীরা কি একটু ধন্যবাদ পেতেও পারে না ? জীবানন্দ । ( অপ্রস্তুত হইয়া) ধন্যবাদ পাবার সময় হলেই পাবে। ষোড়শী । ( হাসিয়া ) এই যেমন সভায় দাড়িয়ে এইমাত্র এক দফা নিয়ে এলেন ? [ জীবানন্দ স্তন্ধ হইয়া রহিল । ] ষোড়শী । নিৰ্ম্মলবাবু না থাকলে আজ আপনার সঙ্গে আমি ভারী ঝগড়া করতাম। ছি—এ কি কোন পুরুষের পক্ষেই সাজে 7–তা ছাড়া কি প্রয়োজন ছিল বলুন ত ? সেদিন এই ঘরে বসেই ত আপনাকে বলেছিলাম, আপনি আমাকে স্বা আদেশ করবেন আমি পালন করব। আপনিও আপনার হুকুম স্পষ্ট করেই জানিয়েছিলেন । এই নিন সিন্দুকের চাবি এবং এই নিন হিসাবের খাতা । ( অঞ্চল হইতে সিন্দুকের চাবি খুলিয়া এবং তাকের উপর হইতে একখানা খেরো-বাধানো মোটা খাতা পাড়িয়া জীবানন্দের পায়ের কাছে রাখিয়া দিল )—মায়ের যা-কিছু অলঙ্কার, যত-কিছু দলিল-পত্র সিন্দুকের ভিতরেই পাবেন, এবং আর একখানা কাগজ ঐ খাতার মধ্যে পাবেন যাতে ভৈরবীর সকল দায়িত্ব ও কর্তব্য ত্যাগ করে আমি সই করে দিয়েছি । জীবানন্দ । ( অবিশ্বাস করিয়া ) বল কি ? কিন্তু ত্যাগ করলে কার কাছে ? ষোড়শী। তাতেই লেখা আছে দেখতে পাবেন । জীবানন্দ । তাই যদি হয় ত এই চাবিগুলো তাকেই দিলে না কেন ? ষোড়শী । তাকেই যে দিলাম । জীবানন্দ (মলিন-মুখে ও সন্দিগ্ধ-কণ্ঠে) কিন্তু এ তো আমি নিতে পারিনে ষোড়শী । খাতায় লেখা নামগুলোর সঙ্গে সিন্দুকে রাখা জিনিসগুলোও যে এক হবে, সে আমি কি করে বিশ্বাস করব ? তোমার আবশ্বক থাকে তুমি পাঁচজনের কাছে বুঝিয়ে দিয়ে । ষোড়শী। (ঘাড় নাড়িয়া) আমার সে আবগুক নেই। কিন্তু চৌধুরীমশায়, আপনার এ অজুহাতও অচল। চোখ বুজে যার হাত থেকে বিষ নিয়ে খাবার তরল হয়েছিল, তার হাত থেকে আজ চাবিটুকু নেবার সাহস নেই, এ আমি মানিনে। নিন, ধরুন। (খাতা ও চাবি তুলিয়া জীবানন্দের হাতের মধ্যে একরকম জোর করিয়া গু"জিয়া দিল) আজ আমি বঁাচলাম। ( কোমল কণ্ঠস্বরে ) আর একটিমাত্র তার 呜邨 > મ->