পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী নিৰ্ম্মল । ( হাতঘড়ি দেখিয়া ) রাত প্রায় দশটা। আচ্ছা এখন আলি তা হলে—আমাকে আর বোধ হয় কোন আবস্তক নেই ? ষোড়শী। এতবড় অহঙ্কারের কথা কি বলতে পারি নির্মলবাবু? তবে মন্দির নিয়ে আর বোধ হয় আমার কখনো আপনাকে দুঃখ দেবার প্রয়োজন হবে না। নিৰ্ম্মল। আমাদের শীঘ্র ভুলে যাবেন না আশা করি ? ষোড়শী (মাথা নাড়িয়া ) না । নিৰ্ম্মল হুৈম আপনাকে বড় ভালবাসে। যদি অবকাশ পান মাঝে মাঝে একটা খবর দেবেন । নিৰ্ম্মল প্রস্থান করিল ] জীবানন্দ। ভদ্রলোকটিকে ঠিক বুঝতে পারলাম না । ষোড়শী । না পারলেও আপনার ক্ষতি হবে না। জীবানন্দ । আমার না হোক তোমার ত হতে পারে। মনে রাখবার জন্যে কি ব্যাকুল প্রার্থনাই জানিয়ে গেলেন। যোড়শী । সে শুনেচি । কিন্তু আমি তাকে যতখানি জানি তার অৰ্দ্ধেকও আমাকে জানলে আজ এতবড় বাহুল্য আবেদন তার করতে হ’তো না । জীবানন্দ । অর্থাৎ ? ষোড়শী । অর্থাৎ, এই যে চণ্ডীগড়ের ভৈরবী-পদ অনায়াসে জীর্ণ-বস্ত্রের মত ত্যাগ করে যাচ্ছি সে শিক্ষা কোথায় পেলাম জানেন ? ওঁদের কাছে। মেয়েমানুষের কাছে এ যে কত ফাকি, কত মিথ্যে, সে বুঝেচি কেবল হৈমকে দেখে। অথচ এর বাষ্পও কোনদিন তারা জানতে পারবেন না । জীবানন্দ । তথাপি এ হেঁয়ালি হেঁয়ালিই রয়ে গেল অলকা। একটা কথা স্পষ্ট করে জিজ্ঞাসা করতে আমার ভারী লজ্জা করে ; কিন্তু যদি পারতাম, তুমি কি তার সত্য জবাব দিতে পারবে ? ষোড়শী ! ( সহাস্তে ) আপনি যদি কোন একটা আশ্চৰ্য্য কাজ করতে পারতেন, তখন আমিও তেমনি কোন একটা অদ্ভুত কাজ করতে পারতাম কি না, এ আমি জানিনে—কিন্তু আশ্চৰ্য্য কাজ করবার আপনার প্রয়োজন নেই, আমি বুঝেচি। অপবাদ সকলে মিলে দিয়েচে বলেই তাকে সত্য করে তুলতে হবে তার অর্থ নেই। আমি কিছুর জন্তেই কখনো কারও আশ্রয় গ্রহণ করব না। আমার স্বামী আছেন, কোন লোভেই সে-কথা আমি ভুলতে পারব না। এই ভয়ানক প্রশ্নটাই না আপনাকে লজ্জা দিচ্ছিল চৌধুরীমশাই ? .