পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী জীবানন্দ । ( ঈষৎ হাসিয়া ) ব্যস্ত কি শিরোমণিমশাই, যদি কিছু নষ্ট হয়েই থাকে ত ভিখিরীর কাছ থেকে আর আদায় হবে না । আজ থাকৃ, যেদিন আমার অবসর হবে আপনাদের খবর দেব । [ মনে মনে সকলেই ক্রুদ্ধ হইল ] জনাৰ্দ্দন। (উঠিয়া দাড়াইয়া) কিন্তু দায়িত্ব একটা— জীবাননা । সে ত ঠিক কথা রায় মহাশয় । দায়িত্ব একটা আমার রইল বই কি । [ সকলে উঠিয় দাড়াইল । চলিতে চলিতে জমিদারের শ্রতিপথের বাহিরে আসিয়া ] শিরোমণি । ( জনাৰ্দ্দনের গা টিপিয়া) দেখলে ভায়া, ব্যাটা মাতালের ভাব বোঝাই ভার। গুয়োটা কথা কয় যেন হেঁয়ালি। মদে চুর হয়ে আছে। বঁচিবে না বেশীদিন । জনাৰ্দ্দন । ই । যা ভয় করা গেল তাই হ’লো দেখচি । শিরোমণি । এবার গেল সব তড়ির দোকানে। বোট যাবার সময় আচ্ছা জন্ম করে গেল । প্রথম ভদ্রলোক। হুজুর চাবি আর দিচ্চেন না । শিরোমণি । আবার ? এবার চাইতে গেলে গল টিপে মদ খাইয়ে দিয়ে তবে ছাড়বে। (কথাটা উচ্চারণ করিয়াই তাহার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। ) { সকলের প্রস্থান ] প্রফুল্প। (খবরের কাগজ হইতে মুখ তুলিয়া) দাদা, আবার একটা নূতন হাঙ্গামা জড়ালেন কেন ? চাবিটা ওদের দিয়ে দিলেই ত হ’তো । জীবানন্দ । হ’তো না প্রফুল্ল, হলে দিতাম। পাছে এই দুর্ঘটনা ঘটে বলেই সে কাল রাতে আমার হাতে চাবি দিয়েচে । প্রফুল্প। সিন্দুকে আছে কি ? জীবানন্দ । ( হাসিয়া ) কি আছে ? আজ সকালে তাই আমি খাতাখানা পড়ে দেখছিলাম। আছে মোহর, টকি, হীরে, পান্ন, মুক্তোর মালা, মুকুট, নানা রকমের জড়োয়। গয়না, কত কি দলিল-পত্র, তা ছাড়া সোনা-রূপার বাসন-কোসনও কম নয় । কতকাল ধরে জমা হয়ে এই ছোট্ট চণ্ডীগড়ের ঠাকুরের যে এত সম্পত্তি সঞ্চিত আছে আমি স্বপ্নেও ভাবিনি। চুরি-ডাকাতির ভয়ে ভৈরবীরা বোধ করি কাউকে জানতেও रिङ न! । - প্রফুল্ল । ( লভয়ে ) বলেন কি ? তার চাবি আপনার কাছে! একমাত্র পুত্ৰ সমপর্ণ ভাইনির হাতে ?

  • a

ه الإسلام لا