পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S এতবড় কথাটা জানাজানি হইতে বাকী রহিল না, প্রতাত না হইতেই ভাড়াটের সবাই শুনিল কাল রাত্রে কর্তী গৃহিণীতে তুমুল কলহু হইয়া গেছে ও নতুন-মা প্রতিজ্ঞ কহিয়াছেন কালই এ-গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবেন। অন্য কেহ হইলে তাহার শুধু মৃদ্ধ হাসিয়া স্বকার্ধ্যে মন দিত, কিন্তু ইহার সম্বন্ধে তাহ পারিল না। ঠিক যে বিশ্বাস করিতে পারিল তাহাও নয়, কিন্তু বিষয়টা এতই গুরুতর যে, সত্য হইলে ভাবনার সীমা নাই। সহরে এত অল্পমূল্যে এমন বাসস্থান যে কোথাও মিলিবে না, ভয় এই শুধু নয়, তাহাদের কতদিনের কত ভাড়া বাকী পড়িয়া আছে এবং কতভাবেই না এই গৃহস্বামীর কাছে তাহারা ঋণী। অনেকে প্রায় ভুলিয়াই গেছে এ-গৃহ তাহদের নিজের নয় । তাহারা সারদাকে ধরিয়া পড়িল এবং সে আসিয়া মান-মুখে কহিল, এ কি কথা সবাই আজ বলা-বলি কয়চে মা ? কি কথা সারদা ? ওরা বলচে আজই এ-বাড়ি থেকে আপনি চলে যাবেন । ওয়া সত্যি কথাই বলেচে সারদা । সত্যি কথা ! সত্যিই চলে যাবেন আপনি ? সত্যিই চলে যাবে। সারদা। শুনিয়া সারদা স্তন্ধ হইয়া রহিল, তার পর ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, কিন্তু কোথায় যাবেন ? নতুন-মা বলিলেন, সে এখানো স্থির করিনি, শুধু যেতে হবে এইটুকুই স্থির করেচি যা। সারদার’ছ'চক্ষু জলে ভরিয়া গেল, কহিল, ওরা কেউ বিশ্বাস করতে পারচে না মা, ভাবচে এ কেবল আপনার রাগের কথা—রাগ পড়লেই মিটে যাবে। আমি ভাবতেও পারিনে মা, বিনা মেঘে আমাদের মাথায় এতবড় বজাঘাত হবে—নিরাশ্রয়ে আমরা কে কোথায় ভেসে যাবো। তবু ওয়া যা জানে না আমি তা জানি। আমি বুঝতে পেরেচি মা, সম্প্রতি এ-বাড়ি আপনার কাছে এত তেতো হয়ে উঠেচে যে, সে জার সইচে না, কিন্তু যাবে বললেই তো যাওয়া হতে পারে না ? নতুন-মা বলিলেন, কেন পারে না সারা? এ-বাড়ি আমার তেতো হয় উঠেচে সম্প্রতি নয়, বারে বছর আগে যেদিন প্রথম এখানে পা দিয়েচি ; কিন্তু বারে বছৰ פיס