পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ভুল করেছি বলে আরো বারো বছর ভুল করতে হবে, এ আমি আর মানবো না—এ দুৰ্গতি থেকে মূক্ত হবোই। সারদা কহিল, মা, আমার তো কেউ নেই, আমাকে কার কাছে ফেলে দিয়ে যাবেন? নতুন-ম৷ বলিলেন, যার স্বামী আছে তার সব আছে সারদা। তুমি কোন স্কার, কোন অপরাধ করেনি। অনুতপ্ত হয়ে জীবনকে একদিন ফিরতেই হবে । দুঃখের জালায় হতবুদ্ধি হয়ে সে যেখানেই পালিয়ে থাক আবার তোমার কাছে তাকে আসতেই হবে ; কিন্তু আমার সঙ্গে গেলে সে তো তোমাকে সহজে খুঁজে পাবে না মা । সারদা নত-মুখে কহিল, না মা, তিনি আর আসবেন না। এমন কখনো হয় না সারদা—সে আসবেই । ন মা, আসবেন না । কিন্তু আজকে নয়, আর একদিন আপনাকে তার কারণ জানাবো । জানিবার জন্য সবিতা পীড়াপীড়ি করিলেন না, কিন্তু অতি-বিস্ময়ে চুপ করিয়া রছিলেন । সারদা বলিতে লাগিল, যেখানেই যান আমি সঙ্গে যাবো। আপনি বড়ঘরের মেয়ে, বড়ঘরের বেী—কোথাও একলা চলে না, সঙ্গে দাসী একজন চাই—আমি আপনার সেই দাসী মা। কি করে জানলে সারদা আমি বড়ঘরের মেয়ে, বড়ঘরের বোঁ ? কে তোমাকে বললে এ-কথা ? সারদা কহিল, কেউ বলেনি। কিন্তু শুধু কি এ-কথা আমিই জানি মা, জানে সবাই । এ-কথা লেখা আছে আপনার চোখের তারায়, এ-কথা লেখা আজে আপনার সর্বাঙ্গে, আপনি হেঁটে গেলে লোকে টের পায়। বাবু কি-একটু সন্দেহের আভাস দিয়েছিলেন, কি-একটু অপমানের কথা বলেছিলেন—এমন কত ঘরেই তো হয়—কিন্তু সে আপনার সঙ্ক হোলো না, সমস্ত ত্যাগ করে চলে যেতে চাচ্চেন। বড় ঘরের মেয়ে ছাড়া কি এত অতিমান কায়ে থাকে মা ? ক্ষণকল মৌন থাকিয় সে পুনশ্চ বলিতে লাগিল, ভেতরের কথা সবাই জানে। তবু যে কেউ কখনো মূখে আনতে পারে না, সে ভয়েও নয়, আপনার অন্থগ্রহের লোতেও নয় । সে হ’লে এ ছলনা কোনদিন-না-কোনদিন প্রকাশ পেতে । আপনাকে জাতাসেও যে কেউ আসন্মান করতে পারে না, শুধু এইজন্যই মা। পবিতা সকৃতজ্ঞ কণ্ঠে স্বীকার করিয়া বলিলেন তোমরা সবাই যে জামাকে ভালোবালো, লে জামি জানি । ♥ዐ