পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এ-কথা সত্য নয়, কিন্তু এই বলিয়া সবিতা বাদামুবাদ করিলেন না, বলিলেন, রমণীবাবুর সঙ্গে আপনার দেখা হয় ? ই, প্রায়ই হয়। তিনি আর এখানে আসেন না—আপনি জানেন ? জানি বই কি । আর তিনি এ-বাড়িতে আসবেন না ? সে-কথা জানিনে। বোধ হয় আপনি ডেকে পাঠালেই আসতে পারেন। সবিত ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, আজ সকালের ডাকে একটা দলিল এসে পৌঁছেচে । এই বাড়ি রমণীবাবু আমাকে বিক্ৰী কবলায় রেজেস্ট্রী করে দিয়েচেন । আপনি জানেন ? জানি । কিন্তু দেবার ইচ্ছাই যদি ছিল, সোজা দান-পত্র না করে বিক্রী করার ছলনা কেন ? দাম আমি দিইনি। কিন্তু দান-পত্র জিনিসটা ভালো না । সবিতা বলিলেন, সে আমি জানি বিমলবাবু! আমার স্বামী ছিলেন বিষয়ী লোক, র্তার সকল কাজেই সেদিন আমার ডাক পড়তে । এ আমার অজানা নয় যে, আমাকে দান করার কারণ দেখাতে দিলে এমন সব কথা লিখতে হতো যে, যা কোন নারীর পক্ষেই গৌরবের নয়। তবু বলি, এ মিথ্যের চেয়ে সেই ভালো । ইতিপূৰ্ব্বে এরূপ হেতুও ঘটে নাই, এমন করিয়া সবিতা কথাও বলেন নাই । বিমলবাবু মনে মনে চঞ্চল হইয়া উঠিলেন, বলিলেন, ব্যাপারটা একেবারেই যে মিথ্যে তা-ও নয় নতুন-বোঁ । নতুন-বোঁ সম্বোধনটা নূতন ? সবিতার মুখ দেখিয়া মনে হইল না তিনি খুশী হইলেন, কিন্তু কণ্ঠস্বরের সহজত অক্ষুণ্ণ রাখিয়াই বলিলেন, ঠিক এই জিনিসটিই আমি সন্দেহ করেছিলুম বিমলবাবু। দাম আপনি দিয়েচেন, কিন্তু কেন দিলেন ? তার দান নেওয়ায় তবু একটা সাত্বনা ছিল, কিন্তু আপনার দেওয়া ত নিছক ভিক্ষে। এ আমি কিসের জন্যে নিতে যাবো বলুন ? বিমলবাবু নীরবে নতমুখে বসিয়া রহিলেন । সবিতা কহিলেন, উত্তর না দিলে দলিল ফিরিয়ে দিয়ে আমি চলে যাবে। বিমলবাবু! এবার বিমলবাবু মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, এই ভয়েই দাম দিয়েচি, পাছে আপনি কোথাও চলে যান। না দিয়ে থাকতে পারিনি বলেই বাড়িটা আপনার কিনে রেখেচি । ১১২