পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ãtषब नॉब्रहब्र কাল নিজেই তিনি এসেছিলেন। তারক এসেছিল কলকাতায় ? কই আমার সঙ্গে তো দেখা করেনি । একদিন বই তো চুটি নয়—দুপুরবেলায় এলেন, আবার সন্ধ্যার গাড়িতেই ফিরে গেলেন । একটু পরে বলিল, বেশ লোক । উনি খুব বিজ্ঞান, না ? রাখাল সায় দিয়া কহিল, হা । ওঁর মতো আপনিও কেন বিদ্বান হননি দেবতা ? রাখাল হাত দিয়া নিজের কপালটা দে ইয়া বলিল, এখানে লেখা ছিল বলে । সারা বলিতে লাগিল, আর শুধু বিদ্যেই নয়, যেমন চেহারা তেমনি গায়ের জোর । বাজার থেকে অনেক জিনিস কাল কিনেছিলেন —মস্ত ভারি বোঝা— যাবার সময় নিজে তুলে নিয়ে গাড়িতে গিয়ে রাখলেন। আপনি কখনো পারতেন না দেবতা । রাখাল স্বীকার করিল, না, আমি পারতাম না সারদা—আমার গায়ে জোর নেই-আমি বড় দুৰ্ব্বল । - কিন্তু এ-ও কি কপালের লেখা ? তার মানে আপনি কখনো চেষ্টা করেননি । তারকবার বলছিলেন, চেষ্টায় সমস্ত হয়, সব-কিছু সংসারে মেলে। . এ-কথায় রাখাল হাসিয়া বলিল, কিন্তু সেই চেষ্টাটাই যে কোন চেষ্টায় মেলে তাকে জিজ্ঞেস করলে না কেন ? তার জবাবটা হয়তো আমার কাজে লাগতো । শুনিয়া সারদাও হাসিল, বলিল, বেশ, জিজ্ঞেস করবো ; কিন্তু এ কেবল আপনার কথার ঘোর-ফের আসলে সত্যিও নয়, তার জবাবও আপনার কোন কাজে লাগবে না। কিন্তু আমার মনে হয় তার ওপর আপনি রাগ করে আছেন—না ? রাখাল সবিস্ময়ে বলিয়া উঠিল, আমি রাগ করে মাছি তারকের ওপর ? ও সন্দেহ তোমার হোলো কি করে ? কি জানি কি করে হোলো, কিন্তু হয়েচে তাই বললুম। রাখাল চুপ করিয়া রহিল, আর প্রতিবাদ করিল না। সারদা বলিতে লাগিল, তার ইচ্ছে নয় আর গ্রামে থাকা । একটা ছোট্ট জায়গায় ছোট্ট ইস্কুলে ছেলে পড়িয়ে জীবন ক্ষয় করতে তিনি নারাজ। সেখানে বড় হবার সুযোগ নেই, সেখানে শক্তি হয়েচে সঙ্কুচিত, বুদ্ধি রয়েচে মাথা হেঁট করে, তাই সহরে ফিরে আসতে চান। এখানে উচু হয়ে দাড়ানো তার কাছে কিছুই শক্ত নয় । রাখাল আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, কণাগুলো কি তোমার, না তার সারদা ? মা আমার নয়, তারই মুখের কথা। মাকে বলছিলেন আমি শুনেচি। FO)