পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ने९-नाहिङा-न२diह তার পরে চোখে ঘুম আসবে না, বিছানায় পড়ে সারা-রাত ছট-ফট করতে হবে —ম দেবতা ? এ তোমাকে কে বললে ? কে বললে জানেন ? ষে-সারদা সংসারে কেবল একটিই আছে অনেক নেই —সেই । রাখাল বলিল, তা হলে সে-সারদাও তোমাকে ভুল বলেচে । আমি এমন কোন অপরাধ করিনে যে, দুশ্চিন্তায় বিছানায় পড়ে ছট-ফট করতে হয় । আমি শুই আর ঘুমোই। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। সারদা কহিল, বেশ আর ভাববো না । আপনার কথাই শুনবো, কিন্তু আমিই বা কোন অপরাধ করেচি যার জন্তে ঘুমোতে পারিনে—সারারাত জেগে काझेोहे ? সে তুমিই জানো। আপনি জানেন না ? না। পৃথিবীতে কোথায় কার ঘুমের ব্যাঘাত হচ্চে এ জানা সম্ভবও নয়, সময়ও নেই। সময় নেই—না ? এই বলিয়া সারদা ক্ষণকাল নীরবে থাকিয়া হঠাৎ হাসিয়া ফেলিল, বলিল, আচ্ছা দেবতা, আপনি এত ভীতু মানুষ কেন ? কেন বলচেন না, সারদা, হরিণপুরে তোমার যাওয়া হবে না। নতুন-মার ইচ্ছে হয় তিনি ধান, কিন্তু তুমি যাবে না। তোমার নিষেধ রইলো। এইটুকু বলা কি এতই শক্ত ? ইহার উত্তরে কি বলা উচিত রাখাল ভাবিয়া পাইল না, তাই কতকটা হতবুদ্ধির মতোই কহিল, তোমরা স্থির করেচো যাবে, খামোক আমি বারণ করতে যাবো কিসের জন্তে ? সারদা কহিল, কেবল এই জন্তে যে, আপনার ইচ্ছে নয় আমি যাই । এই তো সবচেয়ে বড় কারণ দেবতা । না, কোন-একজনের খেয়ালটাকেই কারণ বলে না। তোমাকে নিষেধ করার আমার অধিকার নেই। সারদা কহিল, হোক খেয়াল, সেই আপনার অধিকার । বলুন মুখ ফুটে, সারা, হরিণপুরে তুমি যেতে পাবে না। রাখাল মাথা নাড়িয়া জবাব দিল, না, অন্যায় অধিকার অামি কারো পরে খাটাইনে । রাগ করে বলচেন না তো ? ম, আমি সত্যিই বলচি । yBB