পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अॅब्र६-नांहिंडj-न९ॐह রাখাল হাসিতে লাগিল। বলিল, তা ধেন দিলে ; কিন্তু বৌ এসে খাবে কি বলে। তো ? খাবি খাবে নাকি ! ঝি রাগ করিয়া জবাব দিল, খাবি খেতে যাবে কিসের দুঃখে দাদা ; গেরস্ব-স্বরে সবাই যা বা খায় সে-ও তাই খাবে। তোমাকে ভাবতে হবে না-জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি । সে ব্যবস্থা আগে ছিল নানী, এখন আর নেই। এই বলিয়া রাখাল পুনশ্চ হাসিয়া রায়ার ব্যাপারে মনোনিবেশ করিল। তাহার রান্না হয় কুকারে। সৌখিন মামুঘ— ছোট, বড়, মাঝারি নানা আকারের কুকার। আজ রান্না চাপিল বড়টায়। তিনচারটা পাত্রে নানাবিধ তরকারি ও মাংস। অনেকদিন ধরিয়া এ-কাজ করিয়া ঝি পাকা হইয়া গেছে - বলিতে কিছুই হয় না। ঠাই করিয়া, খাবার পাত্র সাঙ্গাইরা দিয়া ঘরে ফিরিবার পূৰ্ব্বে ঝি মাথার দিব্যি দিয়া গেল পেট ভরিয়া খাইতে । বলিল, সকালে এসে যদি দেখি সব খাওনি, পড়ে আছে, তাহলে রাগ করবো বলে গেলুম। রাখাল বলিল, তাই হবে নানী, পেট ভরেই খাবো। আর যা-ই করি তোমাকে ছুঃখ দেবো না । বি চলিয়া গেলে রাখাল ইঞ্জি-চেয়ারটায় গুইয়া পড়িল । খাবার তৈরীর প্রায় वर्गफे-फूहे ८पब्रि, ७हे जयश्चै। कॉफ़ेद्देवांद्र जळ cग ७कथांना बट्टे छैॉनिबा जश्न. क्रुि কিছুতেই মন দিতে পারে না, মনে পড়ে সারদাকে । মনে পড়ে নিজের অকারণ অধীরতা। আপনাকে সংবরণ করিতে পারে নাই, অস্তরের ক্রোধ ও ক্ষোভের জালা কধ্যে রূঢ়তায় বারে বারে ফাটিয়া বাহির হইয়াছে—ছেলেমামুষের মতো। বৃদ্ধিমতী সারদার কিছুই বুঝিতে বাকী নাই ! এমন করিয়া নিজেকে ধরা দিবার কি আবশ্বক ছিল ? কি আবখ্যক ছিল নিজেকে ছোট করার। মনে মনে লজ্জার অবধি রহিল না, ইচ্ছা করিল, আজিকার সমস্ত ঘটনা কোনমতে যদি মুছিয়া ফেলিতে পারে। নিজের জীবনের যে কাহিনী সারদা আজও কাহাকেও বলিতে পারে নাই, বলিয়াছে শুধু তাহাকে । সেই অকপট বিশ্বাসের প্রতিদান কি পাইল সে ? পাইল গুৰু অশ্রদ্ধা ও অকারণ লাঞ্ছনা। অথচ ক্ষতি তাহার কি করিয়াছিল সে ? একটা কথারও প্রতিবাদ করে নাই সারদা, শুধু নিরুত্তরে সহ করিয়াছে। নিরুপায় রমণীর এই নিঃশৰ অপমান এতক্ষণে ফিরিয়া আসিয়া ৰে তাহাকেই অপমান করিল। উত্তেজনায় कर्षण श्हेब ब्रांथान cफबाब्र शंफ़िबा खेटिंबा नैंॉफ़ॉहेब बनिन, थांद् आभांब्र ब्रांश-७३ রাত্রে ফিরে গিয়ে আমি তার ক্ষম চেয়ে আসবো। তাকে স্পষ্ট করে বলবো কোথায় আমার জালা, কোথায় আমার ব্যথা ঠিক জানিনে সারদা, কিন্তু যে-সব কৰা তোমাকে ৰলে গেছি সে-সব সত্যি নয়, একেবারে মিথ্যে । 》越护