পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিমলবাৰু হাসিয়া বলিলেন, মিথ্যে কথা ধরা পড়ে গেলে খোটা দিতে নেই নতুন-বে। ভারি পাপ হয়। রাখাল মূখ ফিরাইয়া লইল । এই হান্ত-পরিহাসে আর একবার তাহার মনট জলিয়া উঠিল । সবিতা জিজ্ঞাসা করিলেন, সারদা তোমাকে খেতে বলেনি রাজু ? 娜 | ויוס সবিতা অপ্রতিভ হইয়া কহিলেন, তাহলে বুঝি ভুলে গেছে। এই বলিয়া তিনি নিজেই সারদাকে ডাকিতে লাগিলেন । সে আসিলে জিজ্ঞাসা করিলেন, আমার রাজুকে খেতে বলোনি সারা ? না মা বলিনি। কেন বলোনি ? মনে ছিল না বুঝি ? সারদা চুপ করিয়া রহিল। সবিতা বলিলেন, মনেই ছিল না রাজু ; কিন্তু এ ভুলও অন্যায়। রাখাল কহিল, মনে না-থাকা দুর্ভাগ্য হতে পারে নতুন-মা, কিন্তু তাকে অন্যায় বলা চলে না। সারদা আমাকে জিজ্ঞাসা করলেন, বাসায় ফিরে গিয়ে এখন বুঝি আপনাকে রাধতে হবে ? বললাম, হঁ। প্রশ্ন করলেন, তারপর খেতে হবে ? বললাম, হুঁ ৷ কিন্তু এর পরেও আমাকে খেতে বলবার কথা ওঁর মনেই এলো না মা ; কিন্তু এটা জেনে রাখবেন নতুন মা, এ মনে না-থাকা ন্যায়-অন্যায়ের অন্তর্গত নয়, চিকিৎসার অন্তর্গত। এই বলিয়া রাখাল নীরস হাস্তে তীক্ষু বিদ্রুপ মিশাইরা জোর করিয়া হাসিতে লাগিল । সবিতা কি বলিবেন ভাবিয়া পাইলেন না। সারদা তেমনি নিঃশবে দাড়াইয়া রছিল। রাখাল মনে মনে বুঝিল অন্যায় হইতেছে, তাহার কথা মিথ্যা না হইয়াও মিথ্যার বেশী দাড়াইয়াছে, তবু থামিতে পারিল না। বলিল, তারক এখানে এলেও আমার সঙ্গে দেখা করে না। সারদা বলে তার সময়াভাব । সত্যি হতেও পারে, তাই সময় করে আমিই দেখা করতে এলাম, খেতে আসিনি নতুন-মা। একটু ধামিয়া বলিল, সারদার হয়তো সন্দেহ আমাকে তারক পছন্দ করে না, আমার সঙ্গে খেতে বসা তার ভালো লাগে না । দোষ দিতে পারিনে মা, তারক এখানে অতিথি, তার সুখ-সুবিধেই আগে দেখা দরকার। সারদা তেমনি নিৰ্ব্বাক। সবিত ব্যাকুল হইয়া বলিলেন, তারক অতিথি, কিন্তু তুমি যে আমার ঘরের ছেলে রাজু। আমি অনুবিধে কারো ঘটাতে চাইনে, যার বা ইচ্ছে করুক, কিন্তু আমার ঘরে আমার কাছে বসে আজ তুমি খাবে। 为建町