পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-नांश्छिा-नरबहे বিমলবাবু তার পানীয় তখনও শেষ করিতে পারেন নাই। হাসিতে গিয়া বিধর্ম খাইলেন। সবিতা ব্যগ্রভাবে বলিয়া উঠিলেন, আহা— বিমলবাবু মুখ হইতে গ্লাসটি নামাইয়া সবিতার দিকে চাহিয়া এইবার উচ্চহাস্ত করিয়া উঠিলেন । ট্রেন তখন চলিতে শুরু করিয়াছে ৷ ‘নমস্কার’ ! বলিয়া তারক চলন্ত ট্রেনে উঠিয়া পড়িল । $8 ব্ৰজবাবুর আপন ভাইপো এবং খুড়তুতো ছোট ভাই নবীনবাবু, যাহার এই দীর্ঘ বারো-তেরো বৎসর দেশের বাড়ি-ধর নিশ্চিন্ত হইয়া ভোগদখল করিতেছিলেন, এতদিন পরে সকন্য। ব্ৰজবাবুর দেশে প্রত্যাবৰ্ত্তন আদৌ প্রসন্নচিত্তে গ্রহণ করিতে পারেন নাই । গ্রামে ব্ৰজবাবুর নিজের দোতলা কোঠাবাড়ি, বাগান, পুকুর, জমিজমা সপরিবারে তাহারাই এতদিন অধিকার করিয়া বসবাস করিতেছিলেন। যিনি প্রধান সরিক, বলিতে গেলে প্রকৃত মালিক আজ হঠাৎ স্বয়ং আসিয়া উপস্থিত, সুতরাং বিচলিত হইবার কথা। কিন্তু তবুও ব্রজবাবুর ভাইপোরা ও খুড়তুতো ভাই নবীনবাবু ব্ৰজবাবুর দেশে আসার প্রতিবাদ করিতে ভরসা করেন নাই। কারণ, মাত্র কয়েক মাস পূৰ্ব্বে এই ব্ৰজবাবুই তাহাদের একখানি মূল্যবান তালুক লেখাপড়া করিয়া দান করিয়াছেন, যাহার আয় বার্ষিক প্রায় হাজার টাকার কাছাকাছি । কিন্তু তাই বলিয়া তাহারা নিজেদের সংসারে বাসগৃহের অন্তঃপুরে তো ব্ৰজবাৰু ও রেণুকে স্থান দিতে পারবে না। সে কারণে অনেক ভাবিয়া-চিন্তিয়া যুক্তি-পরামর্শ করিয়া ব্ৰজবাবুকে র্তাহার বাড়ির সদর অংশ ছাড়িয়া দিয়াছিলেন । সদরবাড়ি একতালা কোঠা । দুইখানি বড় বড় ঘর। ঘরের কোলে ভিতর দিকে দর-দালান, বাহিরের দিকে খোলা রোয়াক । দালানের দুই প্রাস্তে দুইখানি ছোট ঘর। একখানি চাকরদের তামাক সাজিবার, অন্যথানি আলোবাতি রাখিবার ফরাসঘর। এই সদরবাটী। ঘরগুলি বাটপাট দিয়া ধোয়াইয়া, থান-দুই তক্তপোষ পাতাইয়া মাটির নূতন কলসীতে পানীয় জল তুলাইয়। রাখিয়া কৰ্ত্তব্যনিষ্ঠ ভ্রাতুপুত্ৰগণ তালুকদাতা খুড়ার প্রতি কৰ্ত্তব্য সম্পাদন করিয়াছিলেন । Bot