পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ উচু করিয়া বাধা ঢিপির মত মস্ত খোপ-সমেত অতি-অৰনত মাৰাটি মনে পড়িয়া রাখালের অকস্মাৎ অত্যন্ত হাসি আসিল । জীবনের সর্ব অবস্থায় সকল প্রকার মুখে-দুঃখে পার্থে দাড়াইয়া হাসি-মুখে আশ্বাস দিতে পারে, আনন্দ ও তৃপ্তি পরিবেশন করিতে পারে, এমনতর ভরসা করা যাইতে পারে কি ঐ মেয়ের পরে দূর দূর! দিল্লীতে আরও যে-কয়টি পাত্রী রাখালকে দেখানো হয়েছিল তাহারাও কম-বেশী তথৈবচ। রাধালের মানসপটে চিন্তায় চিন্তায় বহু বালিকা কিশোরী তরুণীর রকমারী রূপচ্ছবি ফুটিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে এমন একজনকেও সে মনে করিতে পারিল না যাহার উপরে চিরদিনের মতো আপন জীবনের মুখ-দুঃখের সকল ভার তুলিয়া দিয়া নিশ্চিন্ত নির্ভরতা লাভ করা সম্ভব। সমস্ত মূখগুলিকে আড়াল করিয়া একখানি কোমল শাস্ত অথচ বুদ্ধি-দীপ্ত মুন্দর মুখ বারংবার তাহার মানসপটে ভাসিয়া উঠিতে লাগিল। অথচ বিবাহের পাত্রী নিৰ্ব্বাচন ব্যাপারে সে-মুখ স্মরণে জাগিবার কোন অর্থই হয় না, তাহ। আর যে-কেহ অপেক্ষা রাখাল নিজেই ভাল করিয়া জানে। কিন্তু সে যাহাই হউক, রাখালের প্রতি প্রগাঢ় বিশ্বাস ও শ্রদ্ধায় সে-মুখের কাস্তিই অন্তবিধ ; যাহ। আর কাহারে সহিত তুলনা করা চলে না। শুধু বিশ্বাস ও শ্রদ্ধাই নয়, একান্ত আপনজন মুলভ নিবিড় হৃদ্যতার মাধুর্ঘ্য সেই চক্ষুৰ'য়ের স্নিগ্ধ দৃষ্টিতে, অনাবিল হাসির ভঙ্গীতে যাহা স্বতেই ক্ষরিত হইয় পড়িত, তাহার সহিত সংসারে আর দ্বিতীয় কাহারো কি উপমা চলে 1 রাখাল যে তাহারই ঐকান্তিক শ্রদ্ধা-জড়িত অকুণ্ঠ নির্ভরতা লাভ করিয়াই আজ নিজেকে বিবাহের দায়িত্বসম্পন্ন ব্যক্তি বলিয়া ক্ষণেকের তরেও চিন্তা করিতে সমর্থ হইয়াছে । ভাবিতে ভাবিতে ভাবনার মূল স্বত্র হারাইয়া ফেলিয়া রাখাল সারদার ভাবনাই ভাবিয়া চলিল । সারদা সেদিন রাত্রে তাহাকে বলিয়াছিল— আপনি অনেকের অনেক করেন, আমারও করেছিলেন, তাতে ক্ষতি আপনার হয়নি। বেঁচে যদি থাকি এইটুকুই কেবল জেনে রাখতে চাই। কিন্তু সতাই কি তাই ? রাখাল অনেকরই অনেক করে এ কথা হয়তো সত্য, সারদারও সে সামান্য কিছু উপকার বা সাহায্য করিয়াছে, কিন্তু তাহাতে রাখালের কি কোনও ক্ষতিই হয় নাই ! তাহা যদি না-ই হইবে তবে কেন সে সেদিন রাত্রে এমনভাবে আত্মসংবরণে অক্ষম হুইল ? শুধু সারদাকেই ষে রূঢ় তিরস্কার করিল उांशहे बद्दर, उशिंद्र माङ्त्रकृनिनै मठून-धारक नईख छू-कषा छनॉरेब्रा रिण७कजन অপর ব্যক্তির সম্মুখেই । ~. btళ్ళి