পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় রাখাল রসগোল্লাভর গালে ভারী গলায় বলিল, ই, বুৰেচি । কিন্তু আমি ষ্ট্রে বাসায় চা খাই ঠিক এইরকম বড় পেয়ালায়, তারক কি সে খবরটাও তোমাকে জিম্বে গেছে ? সারদা জবাব দিল না। রাখালের চা ও খাবার খাওয়া হইয়া গেলে মুখ ধোওয়ার জল ও সুপারি এলাচ জানিয়া দিল । হাত মুখ মুছিবার জন্ত একখানি পরিচ্ছন্ন গামছ হাতে দিয়া সারদা বলিল, উঠানের মাঝখানে দাড়িয়ে উচু-গলায় যা বলতে চাইছিলেন, এইবার উঠানে নেমে তা বলবেন চলুন। রাখাল লজ্জিত হইয়া বলিল, সারদা, তুমি দেখছি আজকাল আমাকে প্রতি কথায় উপহাস করে । জি গু কাটিয়া সারদ। বলিল, বাপ রে ? কি বলেন দেবতা ? এতবড় দুঃসাহস আমার নেই। ব্রহ্মতেজে ভস্ম হয়ে যাবো না ? রাখাল গম্ভীর মুখে বলিল, আমি জানতে এসেছিলাম তুমি নতুন-মাকে এক হরিণপুরে পাঠিয়ে কি গুরুতর প্রয়োজনে কলকাতায় রইলে । তোমাকে সত্যি করে এর জবাব দিতে হবে । সারদা অল্পক্ষণ চুপ করিয়া রহিল। পরে বলিল, আগে আপনি আমার একটি কথাব সত্যি করে জবাব দেবেন বলুন ! দেবো । 始 ষে-প্রশ্ন আমাকে আপনি জিজ্ঞাসা করেচেন, নিজে কি তার জবাব সত্যিই जां८नन नॉ ? রাখাল মুদ্ধিলে পড়িল। আমতা আমতা করিয়া বলিল, আমি ষা অনুধান করচি সেট। ঠিক কি-না জানবার জন্তেই তো তোমাকে জিজ্ঞেস করচি সারদা ! সারদা বালল, তাহলে জেনে রাখুন, মনের কাছ থেকে ৰে জবাব পেরেচেন, সেইটেই সত্যি। নিজের অন্তর কখনও মাল্লুবকে ঠকায় না। রাখাল চুপ করির বসিয়া রছিল। সারা উছিষ্ট পোলা পিরিচ ও রেক্ষাবি উঠাইয়া বাহিরে যাইবার উদ্যোগ করিতেছে, সেইদিকে তাকাইয়া রাখাল কছিল, তবুও নিজের মূখে বুঝি স্পষ্ট বলতে পারলে না কেন ৰাওনি । সারদা হাসিয়া হাতের উচ্ছিষ্ট পেয়ালা প্লেটগুলি ইঙ্গিতে দেখাইয়া বলিল, এরই জন্তে ৰাইনি। এইবার স্পষ্ট জবাব পেলেন তো ? বলিয়া বাহির হইয়া গেল । - রাখাল চুপ করি। বলিয়া রছিল। তাৰিতে লাগিল, কিছুদিন পূর্বে সে বলিৰ ছিল –ছনিয়ার সারালের সে অনেক দেখিয়াছে। কিন্তু সত্যই কি তাই ? এই እቂ¢)