পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পেয়ে মা, জীবনে নতুন করে পেলাম পিতৃ-মাতৃস্নেহের আশ্বা। আমার কাছে আপনি মা ছাড়া অঙ্ক জার কিছুই নয়। আপনার জীবনে ষে ঝড়, ষে আঘাত, ষে গুরুতর পরীক্ষাই এসে ৰাক না, আপনার হৃদয়ের অপরিমেয় মাতৃস্নেহকে তা বিন্ধুমাত্র শোষণ করতে পারেনি। সম্ভানের পক্ষে এইটাই সবচেয়ে বড় পাওয়া । সৰিত বলিলেন, তোমার বাবা এখনও জীবিত ? তবে যে তুমি একদিক আমাকে বলেছিলে তুমি পিতৃমাতৃহীন ? তারক হাসিয়া কহিল, ঠিক বলেচি মা । আমার জন্মদাতা হয়তো আজও জীবিত থাকতে পারেন, আমার বাবা কিন্তু জীবিত নেই। পিতার মৃত্যু না ঘটলে মাতৃহারা অভাগা সন্তানের জীবনে বিমাতার আবির্ভাব ঘটে না, এই-ই আমার বিশ্বাস । সবিতা বিক্ষিত-নেত্রে তারকের পানে তাকাইয়া রহিলেন । তারক বলিতে লাগিল, জীবনে আমার বৃহৎ আশা ও উচ্চ আকাজক্ষা অনেক । গুয়ে থেয়ে-পরে কোনরকমে জীবনধারণ করে বেঁচে থাকতে চাইনে। আমি চাই প্রাচুর্ঘ্যের মধ্যে ঐশ্বর্ঘ্যের মধ্যে সার্থক মুন্দর জীবন নিয়ে বাচতে। হাজার জনের মাঝখানে আমার প্রতি সবার দৃষ্টি পড়বে, হাজার নামের মাঝখানে আমার নামটি চিনতে পারবে সকলেই। কৰ্ম্মজীবনের সার্থকতায়, যশে গৌরবে, সম্মানে প্রতিপত্তিতে উন্নত বৃহৎ জীবন নিয়ে বাচবো এই আমি চাই। শুধু অর্থ উপার্জনই জীবনের একান্ত কামনা নয়, শুধু স্বাচ্ছন্দ্য-জীবিকানিৰ্ব্বাহই আমার চরম লক্ষ্য নয় ! সবিতা জিম্বকণ্ঠে কছিলেন, এ তো খুব ভালো বাবা! পুরুষমানুষের জীবনে এমনিতরই উচ্চ-আকাঙ্ক্ষার প্রয়োজন। লক্ষ্য থাকবে যত উচু, ষত বিস্তৃত—জীবনও হবে তত প্রসারিত। তারক উৎসাহিত হইয়া বলিল, আপনাকে তো জানিয়েচি মা, কত দুঃখে-কষ্ট, কত বাধায়, নিজে আত্মনির্ভর হয়েই বিশ্ববিদ্যালয়ের ধাপগুলো উত্তীর্ণ হয়েচি। আমি বড় জেদী মা । ষা করবো বলে সঙ্কল্প করি—বিশ্রাম থাকে না আমার, ষে পৰ্য্যস্ত না তা সিদ্ধ হয় । সবিত শ্বিত-সুখে তারকের ষোঁবনোচিত আশা-আকাঙ্ক্ষায় উৎসাহীপ্ত মুখখানির পানে তাকাইয়া অন্ত-মনে কি ভাবিতে লাগিলেন। তারক বলিতে লাগিল, আমার জীবনের সমস্ত কাহিনী একমাত্র আপনাকে খুলে বলেচি মা। কি জানি কেন এক এক সময়ে মনে হয়, জীবনে বুঝি কিছুই পাইনি, কিছুই পেলাম না। মনে হয় যদি কোনদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, তাতে আর কি লাভ হবে ? যশেও যদি দেশদেশান্তর ভরে যায়, তাতেই ব৷ কি ? সন্মানপ্রতিপত্তির সবচেয়ে উচু চুড়াতে উঠলেও কি আমার আশৈশবের অতৃপ্ত তৃষ্ণ মিটৰে ? চিরদিন ষে-অভিমান যে-দুঃখ নিজের গোপন অন্তরের মধ্যেই একাকী বহন $Ꮡ&