পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cचेरषद्र •ब्रेिष्ठग्ने ব্ৰজবাবুর স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করিয়া শেষে লিখিয়াছেন—আমার একান্ত অনুরোধ, ব্ৰজবাবুর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স, ঔষধ, পথ্য ও অর্থ যা । কিছু প্রয়োজন, অতি অবগু আমাকে তার-যোগে জানাইবে । আমি তৎক্ষণাৎ ব্যবস্থা করিতে পারিব । রাখাল পত্ৰখানি হাতে লইয়া চিন্তিত-মুখে বসিয়া ছিল। সারা আসিয়া জিজ্ঞাসা করিল, ও-কার চিঠি দেব তা ? বিমলবাবুর। সারদা বলিল, কলকাতা থেকে ডাক্তার আনবার জন্য আপনি এত ভাৰচেন দেব তা—অথচ বিমলবাবুকে একটু লিখে দিলেই তিনি তখুনি ভাল ডাক্তার পাঠাতে *ांद्रtउन । রাখাল বলিল, ছ। সারা বলিল, আমি বুঝেছি আপনি সংশয়ে পড়েছেন। তার সাহায্য নিতে আপনার বাধচে । রাখাল কথা কহিল না। সারদাও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার ধীরে ধীরে কহিল, কাকাবাবুর অবস্থা য। দাড়িয়েচে কখন কি ঘটে বলা কঠিন । ষা করবেন শীগগিরই স্থির করে ফেলুন। না হয় অন্ত কিছু প্রয়োজন জানিয়ে নতুন-মাকেই লিখুন টাকার জন্ত । রাখাল তথাপি চুপ করিয়াই রছিল। সারদা কহিল, যদি মনে না করেন তো একটা কথা মনে করিয়ে দিই । রাখাল সপ্রশ্ন-চোখে তাকাইল । তুচ্ছ মান-অপমান, উচিত-অঙ্কুচিতের ওজন হিসাব করে চলার চেয়ে এখন কাকাবাবুর প্রাণরক্ষার চেষ্টাটাই কি সবচেয়ে বেশি দরকারী নয় ? আপনার নিজের কৰ্ত্তব্যের দিক থেকে একটু ভেবে দেখবার চেষ্টা করুন না ! কি করতে বলচো তুমি ? এ অবস্থায় বিমলবাবুর কিংবা নতুন-মার সাহায্য নেওয়া উচিত আমাদের। নতুন-মার সাহায্য নিতে রেৎ কুষ্ঠাবোধ করলে সেটা তার পক্ষে অস্বাভাবিক নয়। কিন্তু আপনার তো বাধা নেই। তুমি ঠিকই বলেচে সারদা। কাকাবাবুর এই জীবন-সঙ্কট অবস্থার উচিত অস্থচিতের প্রশ্ন অন্ততঃ আমার দিক দিয়ে ওঠা কখনই উচিত নয়। তা হ’লে নতুন-মা জায় বিমলবাবু দুইজনকেই এখানকার সমস্ত অবস্থা জানিয়ে দ্বখানা চিঠি লিখে দিই। - কিন্তু মাকে জানাতে ৰে কাকাৰাৰু সেদিন বিশেষ করে আপনাকে নিষেধ করে श्रिुश्त्रं । ኴ?››