পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ãरषब्र नबैिष्ठब्र সকল ভাবনা নিরাকরণ করেন । তোমাকে পাঠিয়েচেন তিনি আমার কাছে সেই জগুই । ব্ৰজবাবুর মুখে অপরিসীম বিশ্বাস ও ভক্তির পবিত্র আভা । বিমলবাবু চুপ করিয়া রছিলেন। সংসারে বহুবিধ দুঃখে নিপীড়িত এই রোগাতুর বৃদ্ধের সরল চিত্তের পরিতৃপ্তির প্রফুল্লতাটুকু নষ্ট করিয়া দিতে র্তাহার মন সরিতেছিল না, অথচ কৰাটা এখানে না বলিলেও নয়। বৃদ্ধের ভ্রান্ত ধারণা সত্বর দূর করিতে না পারিলে জটিলতা-বৃদ্ধির সম্ভাবনা ! বিমলবাবু বলিলেন, আমি কাল বিশেষভাবে চিন্তা করে দেখেচি আপনার প্রস্তাব সম্বন্ধে। সকল দিক বিবেচনা করে রেণুকে গ্রহণ করাই স্থির করেচি। কিন্তু এ-সম্বন্ধে একটু কথা আছে। আপনি প্রতিশ্রুতি দিন, আমি যা চাইবো আপনি দেবেন ? ব্ৰজবাবু বিমূঢ়-নেত্রে বিমলবাবুর মুখের পরে চাহিয়া থাকিয়া অফুট-কণ্ঠে কহিলেন, বলুন— বিমলবাবু বলিলেন, আপনি আমাকে আপনার কন্যা দান করতে চেয়েচেন । আমি তাৰে স্বেচ্ছার ও সানন্দে গ্রহণ করতে চাই । যাগ-যজ্ঞ মন্ত্রেচারণ করে ধৰ্ম্মতঃ সমাজত আইনতঃ পত্নীরূপে গ্রহণ করলে সে আমার গোত্র ও উপাধি নিয়ে আমাদের বংশের অস্তভূক্ত হ’তো । আমার সম্পত্তিতে তার অধিকার বর্ভাতে, আমার মরণে তাকে অশৌচ স্পর্শ করতো। আমি যাগ-যজ্ঞে মন্ত্রোচারণ করেই ধৰ্ম্মতঃ সমাজতঃ ও আইনতঃ তাকে আমার দত্তক-কন্যারূপে গ্রহণ করতে চাই । তাতেও সে আমার গোত্রে অধিকার পাবে, আমার সম্পত্তির উত্তরাধিকারিণী হয়ে আমার মরণে অশৌচ পালন করবে। ব্ৰজবাৰু নিৰ্ব্বেধ চাহনিতে বিমলবাবুর দিকে তাকাইয়া রছিলেন, কথা কহিতে পারিলেন না। বিমলবাবু বলিতে লাগিলেন, রেণু আপনার কত স্নেহের সামগ্ৰী আমি জানি । আমারও লে কম দেহের নয়। ওকে সস্তানরূপেই গ্রহণ করতে আমি প্রস্তুত হয়েচি । একটু চুপ করিয়া বাকিরা বিমলবাবু বলিলেন, বিবাহৰোগ্য সংপাত্র কেউ আমার বংশে থাকলে, তাকে আমার সমস্ত সম্পত্তির অধিকারী করে রেণুকে আমি পুত্রবৰূপে নিয়ে যেতাম। কিন্তু সে-রকম আপন-জন কেউ নেই আমার দূর সম্পর্কে স্বারা আছে, তারা আমার রেণুমার উপযুক্ত পাত্র নয়। কাজে কাজেই আমি স্থির করেচি সোঙ্গাস্বজি ওকে আমার দত্তক-কন্যারূপে গ্রহণ করবো। রেঞ্জ-মাকে উপযুক্ত ज९नांरब बांब कद्रांब्र छांब्र ५ष९ eद्र उदिश९-जररक छांबबांद्र शांबिंब नभख चाभि छूरण प्रेिणांम-बांणमांब्र पञांब्र बब्र । * ३a€