পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সারদা কুষ্ঠিত-কণ্ঠে কৈফিরতের মুরে কহিল, সে কি দিদি, এ তো তোমাদের জন্ত नञ्च । ७ ८ष cणांविमछौद्र রেণু সারদার কথা শেষ হইতে না দিয়া শান্ত-গলায় কছিল, গোবিন্দজীকে উপলক্ষ করে মা সব আমাদেরই পাঠিয়েচেন। এ তুমিও জানো, আমিও জানি সারদাদিদিকিন্তু এ নেওয়ার উপায় নেই, মাকে বলে তিনি যেন আমাদের ক্ষমা করেন। শাস্ত কণ্ঠের এই সহজ কথা কয়টির পিছনে কতখানি সুনিশ্চিত অটলতা আছে তাহা সারদার বুঝিতে ভূল হইল না। দাসীকে ইঙ্গিতে ঘরের বাহিরে অপেক্ষা করিতে বলিয়া সারদা রেণুর কাছে আসিয়া বসিল । জিজ্ঞাসা করিল, কাকাবাবু ভাল আছেন তো ? রেণু হাতের পশমের কাজটা শেষ করিতে করিতে জবাব দিল, হা । অনেকক্ষণ স্তব্ধতার মধ্য দিয়া উত্তীর্ণ হইয়া গেল, কহিবার মতো কোনও কথা খুজিয়া না পাইয়া সারা মনে মনে সঙ্কোচ অনুভব করিতেছিল। তাই উঠি উঠি ভাবিতেছে, এমন সময়ে রেই কথা কহিল। উলের টুপি বৃনিতে বুনিতে মুম্ব-কণ্ঠে কহিল, সারদাদিদি, মাকে বুঝিয়ে ব’লো তিনি যেন মনে কষ্ট না পান। আমার জঙ্ক তাকে মনের মধ্যে দুঃখ-দুর্ভাবনা রাখতে মানা ক’রে । যা হবার নয় তা ষে হয় না, তিনি আমার চেয়ে ভালই জানেন । দুঃখ-মোচনের চেষ্টায় উভয় পক্ষেরই জঃখের বোঝা ভারী হয়ে উঠবে মাত্র। সারদা নিৰ্ব্বাক হইয়। রহিল। মনে হইতে লাগিল ঐ কৰ্ম্মনিবিষ্ট নতনেত্রা মেয়েটি তাহার অত্যন্ত নিকটে থাকিয়াও অতিশয় মুদূর হইতে শাস্ত কথা কয়টি যেন বলিয়া श्रांठांझेण । আরও কতক্ষণ সময় কাটা গেলে সারদা একটু ইতস্ততঃ করিয়া কছিল, জামি তা হলে আজ যাই ভাই ? মাথা হেলাইয়া ইসারায় রেণু সন্মতি জানাইল । রেণু একইভাবে অধও মনযোগের সহিত উলের ক্ষুদ্র টুপিটি ক্ষিপ্ৰ হন্তে বৃনিতে লাগিল। রাত্রের মধ্যেই এটি শেষ করিয়া ফেলিয়া একজোড়া ছোট মোজা ধরিতে হইবে। প্রায় সাত-আট মাস হুইল ব্ৰজবাৰু গ্রামের বাড়ি ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিতেছেন। বিমলবাবুর ভাড়া-করা ভালে বাসার রেং কিছুতেই বাইতে চাহে নাই। ব্ৰজবাৰু অনেকটা মুস্থ হইয়া ওঠাতে রেং জেন করিয়া অল্প ভাড়ায় ছোট একটি একতলা বাসায় আসিয়াছে। পিতার অমুখে অসহায় অবস্থায় বাধ্য হইবা অপরের مراه چ