পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় জাচ্ছ, ঠাট্ট তামাসা দুই-ই প্রত্যাহার করলাম। বলে । সারদা রাখালের নিকট হইতে একটু দূরে দেওয়ালে ঠেস দিয়া দাড়াইয়াছিল। হাতের অসমাপ্ত সেলাইয়ের কাজটা নতচক্ষে কিছুক্ষণ নাড়াচাড়া করিতে করিতে একটু ইতস্ততঃ করিয়া বলিল, আমি ঠিক জানি না, এসব জিজ্ঞাসা করা আমার উচিত কিনা। তারপর অল্প থামিয়া বলিল, আচ্ছা, রেণুর বোন রাণী বিয়ের পরে কেমন আছে জানেন আপনি ? রাখাল সারদার কাছে এ প্রশ্ন আশা করে নাই। তাই বেশ একটু বিস্থিত হইয়া বলিল, কেন বলে তো ? আমি তো বিশেষ কিছুই জানিনে। তবে সে ভালো ঘরেবরেই পড়েচে এবং বিয়ের পরে মুখে-স্বাচ্ছন্দে আছে শুনেছিলাম। কিন্তু তুমি এ কথা হঠাৎ জিজ্ঞেস করচো কেন সারদা ? পরে বলবো। আচ্ছ, রাণী নাকি সস্তান সম্ভাবনা হয়েচে, ওরা চিঠি লিখে কাকাবাবুকে এই স্বসংবাদ জানিয়েচে ? হয়তো হবে, কিন্তু আমাদের এ-সব খবরের দরকার কি সারদা ? এই সুসংবাদ জানাবার জন্যই কি তুমি ঘটা করে আমাকে এখানে এনে বসিয়েচে ? না। সারদার কণ্ঠস্বর একটু ভারি হইয়া উঠিল। বলিল, আপনি কি জানেন রাণীর বিয়ে হয়েচে সেই পাত্রেই যে পাত্রের সঙ্গে রেণুর বিয়ে ঠিক হয়ে গায়ে-হলুদ পৰ্য্যন্ত হয়ে গিয়েছিল ? রাখাল অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল, তাই নাকি ? তা তো কৈ জানতাম না ! রাখালের মুখে চোখে চিন্তার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিল । ই তাই । অল্প পরে সারদা জাবার প্রশ্ন করিল, কাকাবাবু নাকি বৃন্দাবন বাস করবেন মনস্থ করেছেন ? t;Jj রেণুও সঙ্গে যাবে ? নইলে কোথায় আর থাকবে সে ? সারদা ক্ষণকাল চুপ করিয়া রহিল। পরে ধীরে ধীরে কতকটা আপন মনেই বলিল, কিন্তু সেখানে এই বয়সে কুমারী মেয়ে— রাখাল বলিল, সবই তো বুঝচি। কিন্তু এ-ছাড়া অস্ত পথই বা কোথায় দেখিয়ে । দিতে পারে। সারদা ? একটু থামিয়া আবার বলিতে লাগিল, যার বা অদূটে ঘটবার তার তাই ঘটে থাকে। এই দুনিয়ার নিয়ম । এ মেনে নিতে না পারলে খালি জটিলতা আর দুঃখ বেড়ে ওঠে মাত্র। &>2)