পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় । দেবতা, তা আপনি চলুন একটু মার কাছে। আজকের দিনে তার মনের এই মৰ্বাভিক জালা এতটুকু জুড়োতে পারে এমন কেউ নেই আপনি ছাড়া। এবার খেকে তোমারই কথামত চলতে চেষ্টা করবো সারদা । গাঢ় কণ্ঠে সারদা বলিল, আপনি শুধু আমার জীবনদাতা দেবতা নন, আমার গুরুও। অন্ধ ছিলাম, দৃষ্টি দান করেছেন আপনিই। অজ্ঞান ছিলাম, জ্ঞান দিয়েচেন আপনি ! আপনার দৃষ্টিভঙ্গীর স্বচ্ছতায় আমার দৃষ্টি বলেচে। এ-কথাও একটুও বাড়ানো নয়, অন্তর্যামী জানেন । ২৩ বিমলবাবু সিঙ্গাপুর হইতে কলিকাতায় ফিরিয়াছেন। তারকের পত্রে সবিতার শারীরিক কৃচ্ছ্বসাধনের সংবাদ পাইয় তাহাকে লিখিয়াছিলেন, “তোমাদের নতুন-মা নিজে যাহা করিয়া তৃপ্তি পান, তাহাতে আমার বাধা দেওয়া সঙ্গত নয় !" তারক এই পত্র পাইয়া একরূপ বাচিয়া গেল। কারণ নূতন আইন প্র্যাক্টস লইয়া সে অহরহ ব্যস্ত, অন্যদিকে মনোযোগ দিবার মতো অবকাশ এখন তাহার মিতাস্তু সঙ্কীর্ণ। নতুন-মার স্নানাহারের নিত্য অনিয়ম, উপবাস ও পরিশ্রমের কঠোর অত্যাচার, কোনও কিছুর জন্তই সে আর এখন একটিও শব্দ উচ্চারণ করে না । গভীর মূখে ও যথাসম্ভর নীরবে নিজের স্নানাহার সম্পন্ন করিয়া বহির্বাটীতে চলিয়া যায় । সবিতা হাসেন। একদিন কাছে ডাকিয়া বলিলেন, তারক, মায়ের উপর রাগ করেচো বাবা ? মুখ অন্ধকার করিয়া তারক জবাব দিল, সে অধিকার তো আমার নেই নতুন-ম। আমি একজন পথের কাঙাল বই তো নয়। সবিতা সম্বেহে বলেন, ছিং, ও-কথা বলতে নেই। তারক আরও গোটা-কয়েক বাকা বাকা কথা ঠেস দিয়া শুনাইয়া দিতে উদ্ভণ্ড হইয়াছিল, কিন্তু সারাকে আসিতে দেখিয়া সরিয়া পড়িল। সে ভালই জানে, নতুন-ম কিছু না বলিলেও সারদা ইহা সহ্য করিবে না। এমন অনেক অপ্রিয় সত্য হয়তো এখনও অসঙ্কোচে সুস্পষ্ট বলিয়া বসিবে যাহা সঙ্ক করা তারকের পক্ষে একান্ত কঠিন, প্রতিকারেরও উপায় নাই । } "。然 বিষলবাৰু তাহাৰ কলিকাতায় প্রত্যাবর্তনের সংবাদ সবিতাকে পঞ্জাৱা এবং -ఇన్ఫ్లు