পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দেব তাকে নিজের হাতে সেবা-যত্ন করিবার। উন্মনা চিত্তে চায়ের সরঞ্জাম লইয়া রাখাল চা ঢালিতে প্রবৃত্ত হইল। সারদা ও সবিতাতে আলাপ চলিতেছিল। সবিতা বলিলেন, তোমাদের সোনারপুরের গল্প বলে সারদা শুনি । সারদা হাতে সেলাইয়ের কাজ করিতে করিতে জবাব দিল, আপনাকে যে একবার দেখেচে মা তাকে আর চিনিয়ে দিতে হবে না যে, রেণু আপনারই মেয়ে ! কেবল চেহারাতেই সে আপনার মেয়ে হয়নি ; বুদ্ধিতে, মৰ্য্যাদাশীলতায়, মনের আভিজাত্যে সে আপনারই প্রতিচ্ছবি । সবিতা বলিলেন, সারদা, এমন করে কথা কইতে শিখলে তুমি কার কাছে ? এ তো তোমার নিজের ভাষা নয় । সারদা লজ্জিত হইয়া মাথা অবনত করিল। রেণুর সম্বন্ধে এ সকল কথা তুমি আর কারও সাথে আলোচনা করেচো বুঝি ? সারদা সলঙ্গ সঙ্কোচে বলিল, ধ্যা সোনারপুরে দেবতার সঙ্গে রেণুকে নিয়ে আমাদের আলোচনা হ’তো । সবিতা হাসিয়া সারদার মাথায় পিঠে সস্নেহে হাত বুলাইম্বা বলিলেন, তুমি বুদ্ধিমতী মেয়ে আমি জানি। সারদা উৎসাহিত হইয়া বলিল, সত্যি মা এত বেশী সাদৃশ্ব বড় দেখা যায় না। রেণু যেন একেবারে আপনারই ছাচে গড়া। সবিতা ত্ৰস্তগলায় বলিয়া উঠিলেন, না না, অমন কথা মুখে এনে না সারদ, আমার मङब cषन किडूझे नां श्ब उॉब्र । সারদা একটু অপ্রস্তুত হইয়া বলিল, আচ্ছ, ও-কথা থাকুক এখন। কাকাবাবুর गिल्ल कब्रि, cकमन ? সবিতা বলিলেন, বলে । কাকাবাবু মাস্থ্যটি বড় ভাল, কিন্তু মা, সংসারে থেকেও তিনি সংসার-উদাসীন। গোবিন্ধ গোবিন্দ করেই পাগল। ইহ-সংসারে গোবিন্দ ছাড়া কিছুরই প্রতি র্তার আসক্তি আছে বলে মনে হয় না। সবিতা কঙ্কশ্বাসে জিজ্ঞাসা করিলেন, নিজের মেয়ের প্রতিও না ? সবিতার শঙ্কাকুল মুখের পানে তাকাইয়া সারদা কৈফিয়তের স্বরে বলিল, তিনি সংসারের সকল ভাবনা ইষ্টদেবের পায়ে সঁপে দিয়েচেন । তার মেয়েও বোধ হয় তার बाहेरब बच्च बl । ૨૭. છ .