পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেবের পরিচয় অল্পের জন্ত পরের দুয়ারে হাত পেতে চাকরি করতে বেরুবো ভেবেচেন ? কি দুঃখে যাবো ? বয়ে গেছে আমার— সারদার কণ্ঠের প্রগাঢ়তায় রাখালের অবিশ্বাস করিবার মত কিছুই রহিল না। সারদার মুখের পানে পূর্ণদৃষ্টিতে তাকাইয়া রাখাল ধারকণ্ঠে বলিল, সারা, তুমি কি বলতে চাও—সমস্ত জীবনটা তোমার এমনি করে পরের সংসারেই বিলিয়ে দিয়ে স্বাবে ? নিজের সংসার, নিজের স্বামী, নিজের সস্তান না পেলে জীবনে সংসারের সাধ কি সম্পূর্ণ সার্থক হয় ? সারদা মৃদ্ধস্বরে বলিল, এ আমি আপনাকে তর্ক করে বোঝাতে পারবো না দেবতা —আমি জেনেচি, স্বামী, গৃহস্থালী, সন্তান মেয়েদের জীবনে সবচেয়ে আকাঙ্কার সামগ্ৰী। যে মেয়ে সত্যি করে একে ভালবাসে, সে কখনো এতে এতটুকু কালি লাগতে দিতে পারে না। কোন মেয়েই চায় না, তার নিজের সস্তানের কপালে বাপ-মায়ের কোনরকম কলঙ্কের ছাপ থাকুক। যে জন্যই হোক, আর যার দোষেই হোক এ কথা তো কোনদিন ভুলতে পারিনে যে আমার জীবনে অশুচির ছোয়া লেগেচে । নিজের স্বামী-পুত্রকে খাটো করে নিজে স্ত্রী হবো-মা হবো—ততবড় স্বার্থপর আমি নই। নাই বা পেলাম স্বামী, সন্তান, যাকে অস্তরের সঙ্গে ভালোবালি, ভক্তি করি, তার সন্তান কি নিজের সস্তানের চেয়ে কম স্নেহের ? তার সংসার কি নিজের সংসারের চেয়ে कय चांनzनाद्र ? রাখাল নিস্তন্ধ হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে সারদা আস্তে আস্তে বলিল, দেবতা, আমি নিৰ্ব্বোধ নই। আপনি বিয়ে করুন। আপনার বৌকে আমি ভালবাসতে পারবো। আমি ঈর্ষাকে ঘৃণা করি। তা ছাড়া সবচেয়ে বড় কথা কি জানেন ? সে-ই যে আমাকে সব দেবে। BBBB BBBSSSBBBB BBDSDDB BBDD DDD DDDDD D DDD হাত থেকে পাবে! —আমার জীবনের সত্যিকারের সার্থকতা সে যে তারই দান ! নিরুত্তর রাখাল একইভাবে চিন্তাচ্ছন্ন হইয়া বসিয়া রহিল। বহুক্ষণ নিঃশব্দে কাটিয়া গেলে রাখাল নিন্তৰুতা ভঙ্গ করিয়া মুখ তুলিয়া অফুট-কণ্ঠে বলিল, তোমার অনুরোধ আজ সত্যই আমার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ভাবিয়ে তুললে সারদা ! আমি দেখবো চিন্তা করে—জাজ চললাম। নতুন-মা এলে ব'লো আমি এসেছিলাম। $4%