পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছ’চারটি মহিলা ছাড়া বাইয়ের কাউকে চিনিওনে, জানিওনে। মেয়েদের সম্বন্ধে আমাদের এই তো জ্ঞান। কিন্তু এই প্রকাও সহরের কত নূতন, কত বিচিত্র- } > রাখাল হাত তুলিয়া থামাইয়া দিয়া বলিল, কিছু চিন্তা কোরো না তারক, আমি হদিশ বাৎলে দেব। পাড়াগায়ের বলে র্যাদের অবজ্ঞা করচে কিংবা মনে ধাদের সম্বন্ধে ভয় পাচ্চে, তাদেরকেই সহরে এনে পাউডার রুজ প্রভৃতি একটু চেপে মাখিয়ে মাস-দুই খানকয়েক বাছা বাছা নাটক-নভেল এবং সেইসঙ্গে গোটা-পাচেক চলতি চালের গান শিখিয়ে নিও—ব্যস্ ! ইংরেজী জানে না ? না জামুক, আগাগোড়া বলতে হয় না, গোটা-কুড়ি ভব্য কথা মুখস্থ করতে পারবে তো ? তা হলেই হৰে। তার পরে— তারক বিরক্ত হইয়া বাধা দিল—তার পরেতে আর কাজ নেই রাখাল, থাক্ । এখন বুঝতে পারচি কেন তোমার গা নেই। ঐ মেয়েটির যেখানে যার সঙ্গেই বিয়ে হোক, তোমার কিছুই যায় আসে না। আসলে ওদের প্রতি তোমার দরদ নেই। রাখাল সকৌতুকে প্রশ্ন করিল, দরদ হবে কি করে বলে দিতে পারো ? পারি। নির্বিচারে মেলা-মেশাট একটু কম করো—যা হারিয়েচো তা হয়তো একদিন ফিরে পেতেও পারে। আর কেবল এইজন্যেই নতুন-মার অনুরোধ তুমি স্বচ্ছন্দে অবহেলা করতে পারলে । রাখাল মিনিট-খানেক নিঃশব্দে তারকের মুখের দিকে চাহিয়া রহিল, তাহার পরিহাসের ভঙ্গিট ধীরে ধীরে মিলাইয়া আসিল, বলিল, এইবার ভুল হোলো । কিন্তু তোমার আগের কথাটার হয়তে কিছু সত্য আছে,—ওদের অনেকের অনেক-কিছু জানতে পারায় লাভের চেয়ে বোধ হয় ক্ষতিই হয় বেশী। এখন থেকে তোমার কথা শুনবো। কিন্তু যাদের সম্বন্ধে তোমাকে বলছিলাম তারা সাধারণ মেয়ে—হাজারের মধ্যে নাশ নিরানব্বই। তার মধ্যে নতুন-মা নেই। কারণ, ঐ যে একটি বাকী রইলেন তিনিই উনি। ওকে অবহেলা করা যায় না, ইচ্ছে করলেও না । কিসের জন্তে আজ তুমি বৰ্দ্ধমান যেতে পারচো না, সে তুমি জানো না, কিন্তু আমি জানি। কিসের তাগাদায় ঠেলেক্ট্রলে আমাকে এখুনি পাঠাতে চাও মামাবাবুর গহবরে, তার হেতু আমার কাছে পরিষ্কার নয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওঁর বিগত ইতিহাস শুনে ঐ যে কি না বলছিলে তারক, অমন স্ত্রীলোককে ঘৃণা করাই স্বাভাবিক— তোমার ঐ মতটি আর একদিন বদলাতে হবে । ওতে চলবে না। : তারক মুখে হাসি আনিয়া বিদ্রুপের স্বরে বলিল, না চললে জানাবো। কিন্তু ততক্ষণ নিজের কথা অপরের চেয়ে যে বেশী জানি, এটুকু দাবী করলে রাগ কোরো না রাখাল। কিন্তু এ তর্কে লাভ নেই ভাই—এ থাক। কিন্তু, তোমার কাছে যে আজ পর্য্যন্ত একটি নারীও শ্রদ্ধার পাত্রী হয়ে টিকে আছেন এ মন্ত আশার কথা । কিন্তু আমরা এর নাগাল পাবো না রাখাল, আমরা তোমার ঐ একটিকে বাম দিয়ে ר ל جاسسستة ج