পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इंबैि शाहैरव ना ? कभी निग्राझ्, नकरण उन्श्रौष श्छ। ८उशिांद्र थउँौच क३िtउरई, ठ1 जॉरब ? 态 - মা-শোয়ে প্রবলবেগে মাথা নাড়িয়া কহিল, তা করুক। চুক্তি-ভদের অত লক্ষ আমার নাই-আমি যাইব না ! ছিঃ– তবে তুমিও চল ? পারিলে নিশ্চয় যাইতাম, কিন্তু তাই বলিয়া আমার জন্ম তোমাকে আমি সত্য ভঙ্গ করিতে দিব না। আর দেরি করিও না, যাও। उाशद्र शखैौद्र भूर्भ ७ शाख शू क%वद्र उनिञ्च शा-आरब डॉटैद्रा नाज्जाश्ण । অভিমানি মুখখানি মান করিয়া কহিল, তুমি নিজের স্থবিধার জন্য আমাকে দূত্র করিতে চাও। দূৰ্ব আমি হইতেছি, কিন্তু আর কখনও তোমার কাছে আসিব না। একমুহূৰ্ত্তে বা-থিনের কৰ্ত্তব্যের দৃঢ়তা স্নেহের জলে গলিয়া গেল, সে তাহাকে কাছে টানিয়া লইয়া সহাস্তে কহিল, এতবড় প্রতিজ্ঞাটা করিয়া বসিও না মা-শোয়ে— আমি জানি, ইহার শেষ কি হইবে । কিন্তু আর ত বিলম্ব করা চলে না । মা-শোয়ে তেমনি বিষঃ-মুখেই উত্তর দিল, আমি না আপিলে খাওয়া-পরা হইতে আরম্ভ করিয়া সকল বিষয়ে তোমার যে দশা হইবে, আমি সইতে পারিব না জানো বলিয়াই আমাকে তুমি তাড়াইতে পারিলে। এই বলিয়া সে প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই ক্রতপদে ঘর হইতে বাহির হইয়া গেল । প্রায় অপরাধুবেলায় মা-শোয়ের রূপা বাধানো ময়ুরপঙ্খী গো-ধান যখন ময়দানে আসিয়া পৌছিল, তখন সমবেত জনমণ্ডলী প্রচও কলরবে কোলাহল কীিয়া खेलॆित्र । সে যুবতী, সে নারী, সে অবিবাহিতা, এবং বিপুল ধনের অধিকারিণী। মানবের যৌবন-রাজ্যে তাহার স্থান অতি উচ্চে। তাই এখানেও বহু মানবের আসনটি তাহারই জন্ত নির্দিষ্ট ছিল । সে আজ পুষ্পমাল্য বিতরণ করবে। তাহার পর যে ভাগ্যবান এই রমণীর শিরে জামাল্যটি সৰ্ব্বাগ্রে পরাইয়া দিতে পারিবে, তাহার অদৃষ্টই জাজ যেন জগতে হিংসা করিবার একমাত্র বস্তু। * সজ্জিত অশ্বপৃষ্ঠে রক্তবর্ণ পোষাকে সওয়ারগণ উৎসাহ ও চাঞ্চল্যের আবেগ ক৯ে সংযত করিয়াছিল। দেখিলে মনে হয় ; আজ সংসারে তাহদের কিছুই নাই। ዻፃቕ