পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ক্রমশ সময় আসন্ন হইয়া জাসিল এবং যে কয়জন অদৃষ্ট পরীক্ষা করিতে জাজ উত্তত, তাহারা সারি দিয়া দাড়াইল এবং ক্ষণেক পরে ঘন্টার সঙ্গে সঙ্গে মরি-বাটি अनन्छ श्द्रा कब्रजन cघाफ़ इüाहेश निण । ইহা বীরত্ব, ইহা যুদ্ধের অংশ। মা-শোয়ের পিতৃপিতামহগণ সকলেই যুদ্ধব্যবসায়ী, ইহার উন্মত্ত বেগ নারী হইলেও তাহার ধমনীতে বহমান ছিল। যে জয়ী হইবে, তাহার সমস্ত হৃদয় দিয়া সংবৰ্দ্ধনা না করিবার সাধ্য তাহার ছিল না । তাই যখন ভিন্ন-গ্রামবাসী এক অপরিচিত যুবক আরক্তদেহে, কম্পিত-মুখে, ক্ষেণসিক্ত হন্তে তাহার শিরে জয়মাল্য পরাইয়া দিল, তখন তাহার আগ্রহের আতিশয্য জনেক সম্ৰান্ত রমণীর চক্ষেই কটু বলিয়া ঠেকিল । ফিরিবার পথে সে তাহাকে আপনার পার্থে গাড়িতে স্থান দিল এবং সজল-কণ্ঠে কহিল, আপনার জন্য আমি বড় ভয় পাইয়াছিলাম। একবার এমনও মনে হইয়াছে, অত বড় বড় উচু প্রাচীর কোনরূপে যদি কোথাও পা ঠেকিয়া যায়। যুবক বিনয়ে ঘাড় হেঁট করিল, কিন্তু এই অসমসাহসী বলিষ্ঠ বীরের সহিত মা-শোয়ে মনে মনে তাহার সেই দুৰ্ব্বল, কোমল ও সৰ্ব্ববিষয়ে অপটু চিত্রকরের সহিত তুলনা না করিয়া পারিল না। এই যুবকটির নাম পো-থিন। কথায় কথায় পরিচয় হইল জানা গেল, ইনিও उकवश्लेइ, हेनिe ५नौ ७वर उाशरमब्रहे पूब आौह । মা-শোয়ে আজ অনেককেই তাহার প্রাসাদে সান্ধ্যভোজে নিমন্ত্ৰণ করিয়াছিল, তাহারা এবং আরও বহু লোক ভিড় করিয়া গাড়ির সঙ্গে সঙ্গে আসিতেছিল। আনন্দের আগ্রহে, তাহদের তাগুব-নৃত্যোখিত ধূলার মেঘে ও সঙ্গীতের অসহ নিনাদে সন্ধ্যার আকাশ তখন একেবারে আচ্ছন্ন অভিভূত হইয়া পড়িতেছিল। এই ভয়ঙ্কর জনতা যখন তাহার বাটার স্বমুখ দিয়া অগ্রসর হইয়া গেল, তখন ক্ষণকালের নিমিত্ত বা-থিন তাহার কাজ ফেলিয়া জানালায় আসিয়া নীরবে চাহিয়া ब्रङ्जि । (t গান্ধ্য-ভোজের প্রসঙ্গে পরদিন মা-শোয়ে বা-খিনকে কহিল, কাল সন্ধ্যাটা জানন্সে কাটিল। অনেকেই দয়া করিয়া জাসিয়াছিলেন। শুধু তোমার সময় ছিল না ৰলিয়া তোমাকে ডাকি নাই। Հն ծ