পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-जाहेिछा-भ*¢ई আলাপ শেষ হইলে পো-খিন যখন বিদায় গ্রহণ করিল, তখন আজিকার রাষ্ট্রর জন্তও সে আহারের নিমন্ত্রণ লইয়া গেল । কিন্তু চলিয়া গেলে, তাহার কথাগুলা মনে মনে আবৃত্তি করিয়া মা-শোয়ের সমস্ত মন ছোট এবং গ্লানিতে ভরিয়া উঠিল এবং নিমন্ত্ৰণ করিয়া ফেলার জন্য বিরক্তি ও বিতৃষ্ণার অবধি রহিল না। সে তাড়াতাড়ি আরও জন-কয়েক বন্ধু-বান্ধবকে নিমন্ত্রণ করিয়া চাকর দিয়া চিঠি পাঠাইয়া দিল । অতিথিরা যথাসময়েই হাজির হইলেন এবং আজও অনেক হালি-তামাসা, অনেক গল্প, অনেক নৃত্য-গীতের সঙ্গে যখন খাওয়াদাওয়া শেষ হইল, তখন রাত্রি আর বড় বাকী নাই । ক্লান্ত পরিশ্রাপ্ত হইয়া সে শুইতে গেল, কিন্তু চোখে ঘুম আসিল না। কিন্তু বিস্ময় এই যে, যাহা লইয়া তাহার এতক্ষণ এমন করিয়া কাটিল, তাহার একটা কথাও আর মনে আসিল না। সে-সকল যেন কত যুগের পুরোনো অকিঞ্চিৎকর ব্যাপার। এমনি শুষ্ক, এমনি নীরস । তাহার কেবলি মনে পড়িতে লাগিল আর একটা লোককে, যে তাহারই উদ্যানপ্রান্তের একটা নির্জন গৃহে এখন নির্বিঘ্নে আছে—আজিকার এতবড় মাতা-মাতির লেশমাত্রও তাহার কানে যাইবার এতটুকু পথও কোথাও খুজিয়া পায় নাই। Wy চিরদিনের অভ্যাস প্রভাত হইতেই মা-শোয়েকে টানিতে লাগিল। আবার সে গিয়া বা-থিনের ঘরে আসিয়া বসিল । প্রতিদিনের মত আজিও সে কেবল একটা ‘এসো বলিয়াই তাহার সহজ অভ্যর্থনা শেষ করিয়া কাজে মন দিল, কিন্তু কাছে বসিয়াও আরও একজনের জাজ বেলি মনে হইতে লাগিল, ওই বর্ণনরত নীরব গোটি নীরবেই যেন বছরে সরিয়া গিয়াছে । অনেকক্ষণ পৰ্য্যন্ত মা-শোয়ে কথা খুজিয়া পাইল না। তার পরে সঙ্কোচ কাটাইৱা জিজ্ঞাসা করিল, তোমার আর বাকী কত ? অনেক । 4. उtव ७हे इनिन शब्रिह कि कब्रिट्न ? বা-খিন ইহার জবাব না দি চুক্লটের বান্ধটা তাহার দিকে বাড়াই দিয়া বলিল, এই মঙ্গের গন্ধটা আমি সইতে পারি না। ২৮২