পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ করিয়া না বলিলেও পরম্পরের কাছে অবিদিত নাই ; এমনি সময়ে সহসা তারক বলিয়া উঠিল, এ কথা ঠিক যে তোমার নতুন-মা অসাধারণ স্ত্রীলোক । রাখাল অতি বিস্ময়ে অবাক হইয়া বন্ধুর মুখের প্রতি চাহিয়া রহিল। তারক বলিল, নারীর এমনি ইতিহাস শুধু বইয়ে পড়েচি, কিন্তু চোখে দেখিনি। যাদের চিরদিন দেখে এসেচি তারা ভালো, তারা সতী-সাধবী, কিন্তু ইনি যেন— কথাটা সম্পূর্ণ হইবার অবসর পাইল না। রাজু, আসতে পারি বাবা ? উভয়ে সসন্ত্রমে উঠিয়া দাড়াইল । রাখাল স্বারের কাছে আসিয়া ষ্টেট হইয়া প্ৰণাম করিল, কহিল, আমুন। তারক ক্ষণকাল ইতস্তত: করিল, কিন্তু তখনি পায়ের কাছে আসিয়া সে-ও নমস্কার করিল। সকলে বসিবার পরে রাখাল বলিল, কাল সবদিক দিয়েই যাত্রা হোলো নিষ্ফল ; কাকাবাবু বাড়ি নেই, মামাবাবু গুরুভোজনে অসুস্থ এবং শয্যাগত, আপনাকে নিরর্থক ফিরে যেতে হয়েছিল ; কিন্তু এর জন্তে আসলে দায়ী হচ্ছে তারক। ওকে এইমাত্র তার জন্তে আমি ভৎসনা করছিলাম। খুব সম্ভব অপরাধের গুরুত্ব বুঝে ও অমৃতপ্ত হয়েচে । না দেবে ও মা-দুর্গাকে রাগিয়ে, না হবে আমাদের যাত্রাপণ্ড । তারক ঘটনাটি খুলিয়া বলিল । নতুন-মা হাসিমুখে প্রশ্ন করিলেন, তারক বুঝি এসব বিশ্বাস করে না ? বিশ্বাস করি বলেই তো ভয় পেয়েছিলাম, আজ বোধ হয় কিছু হবে না । তাহার জবাব শুনিয়া নতুন-মা হাসিতে লাগিলেন ; পরে জিজ্ঞাসা করিলেন, কারু সঙ্গেই দেখা হলো না ? * রাখাল কহিল, তা হয়েচে মা। বাড়ির গিন্নী আশ্চর্য্য হয়ে জিজ্ঞাসা করলেন, পথ ভুলে এসেচি কি না। ফেরবার মুখে রেণুও ঠিক ঐ নালিশ করলে, অবশু আড়ালে । তাকেই বলে এলাম বাবাকে জানাতে আমি আবার কাল সন্ধ্যায় আসবে, আমার অত্যন্ত প্রয়োজন। জানি, আর যে বলতে ভুলুক, সে ভুলবে না। তোমরা আজ আবার যাবে ? হ্যা, সন্ধ্যার পরেই। ওয়া সবাই বেশ ভালো আছে ? তা আছে । নতুন-মা চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ ধরিয়া মনের অনেক দ্বিধা-সঙ্কোচ কাটাইয়া বলিলেন, রেণু কেমনটি দেখতে হয়েচে রাজু ? ! স্বাখাল বিশ্বাপন্ন মুখে প্রথমটা স্তব্ধ হইয়া রহিল, পরে কৃত্রিম ক্রোৰেন্থ 는 이