পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-जांहिछ-ज९6यह S DDDDB BBB DB BB BBBS BBBB BB BB BBBS BB GBH HHDDS কাটা দিলে, নতুন খেলা শুরু করবে। কি, ভয়ে হাত-পা কাপতে লাগল, ষ্টা কাজ হয়ে বললাম,—আমি পারবো না, নয়ন-জা । * পারবে না ? তবে আমি শেষ করে দিই। না নয়নদা, না, মেরো না । কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল, আর নড়ে-চড়েনি। প্রাণভিক্ষেও চায়নি—একটা কথা পৰ্য্যন্ত না । বললাম, চলো, ওকে বেঁধে নিয়ে থানায় দিই গে । শুনে নয়না যেন চমকে উঠল। থানায় ? পুলিশের হাতে ? ই ! ও যেমন মানুষ মেরেচে, তারাও তেমনি ওকে ফাসি দিক । যেমন কৰ্ম্ম cउस्थान पाल्नु ! নয়ন খানিকক্ষণ চুপ করে রইল, তার পরে একটা লাঠির ঠেলা দিয়ে বললে,—ওরে eர், ! কিন্তু কোন সাড়া নেই। নয়ন বললে, ব্যাটা মরে গেল নাকি ? যে দুৰ্ব্বল সিং —দুদিন হয়ত পেটে একমুঠো অন্নও নেই—আবার পথে এসেচে লোক ঠ্যাঙাতে। যা ব্যাট, দূর হ। উঠে ঘরে যা । সে কিন্তু তেমনি রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না মরেনি। অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে যাবে। চল দাদা, আমরাও ঘরে যাই । অনেক দেরি হয়ে গেল, ঠাকুরমা ভাবচে । পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা, পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। ८कन झांक्षांखांहे ? বেশ ফালি হয়ে যেত। খুন করলে ফাসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে । আছে না-কি দাঙ্গা ? আছে বই কি। চলে না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিশ্বয়ের তান করে বললে, বলে কি দাদা, একটা মাছুষ মারার বদলে জায় একটা মাহৰ মারা ? ই, তাই তো। সেই তো তার উচিত সাজা ? জামরা পড়েচি ৰে। নয়ন একটুখানি ছেলে বললে,—কিন্তু, সব উচিতই যে সংসারে হয় না, দাদাভাই । cकन एइ मां मञ्चनकी ?