পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ BB BBS B BBB B DD BBBS BB BBBBB BBBB BB eHHH জামিই তার কোনও খবর জানি না। কবির সঙ্গে কোনও দিন ঘনিষ্ঠ হবারও সোঁতাগ্য ঘটেনি, তার কাছে বলে সাহিত্যের শিক্ষা গ্রহণের স্থযোগ পাইনি, আমি ছিগান একেবারেই বিচ্ছিন্ন। এইটা হোলো বাইরের সত্য, কিন্তু অন্তরের সত্য সম্পূর্ণ বিপরীত। সেই বিদেশে আমার সঙ্গে ছিল কবির খানকয়েক বই—কাব্য ও কথাসাহিত্য এবং মনের মধ্যে ছিল পরম শ্রদ্ধা বিশ্বাস। তখন ঘুরে ঘুরে ঐ ক’খানা ৰই-ই বারবার করে পড়টি, কি তার ছন্দ, কটা তার অক্ষর, কাকে বলে Art, কি তার সংজ্ঞা, ওজন মিলিয়ে কোথাও কোনও ক্রটি ঘটেছে কি না—এসব বড় কথা কখনো চিত্তাও করিনি—ও-সব ছিল আমার কাছে বাহুল্য। শুধু স্বাঢ় প্রত্যয়ের আকারে মনের মধ্যে এইটুকু ছিল যে, এর চেয়ে পূর্ণতর স্বাক্ট আর কিছু হতে পারে না। কি কাৰো, কি কথা-সাহিত্যে, আমার ছিল এই পুজি। هم একদিন অপ্রত্যাশিতভাৰে হঠাৎ যখন সাহিত্য-সেবার ডাক এলো, তখন যৌবনের দাবী শেষ করে প্রৌঢ়ত্বের এলাকায় পা দিয়েচি। দেহ শ্রাস্ত, উচ্চম সীমাবদ্ধ— শেখবার বয়ল পার হয়ে গেছে । থাকি প্রবাসে, সব থেকে বিচ্ছিন্ন, সকলের কাছে অপরিচিত, কিন্তু জাহানে সাড়া দিলাম—ভয়ের কথা মনেই হোলো না । জার কোথাও না হোক, সাহিত্যে গুরুবাদ জামি মানি । রবীন্দ্র-সাহিত্যের ব্যাখ্যা করতে আমি পারিনে, কিন্তু ঐকাস্তিক শ্রদ্ধা ওর অস্তরের সন্ধান আমাকে দিয়েচে । পণ্ডিতের তত্ত্ববিচারে তাতে ভুল যদি থাকে তো খাক, কিন্তু আমার কাছে সেই সত্য হয়ে আছে। জানি রবীন্দ্র-সাহিত্যের আলোচনায় এ-সকল অবাস্তর, হয়তো বা অর্থহীন, কিন্তু গোড়াতেই আমি বলেচি যে, আলোচনার জন্ত আমি আসিনি, এর সহস্ৰ বায়ায় প্রবাহিত সৌন্দর্ঘ্য, মাধুৰ্য্যের বিবরণ দেওয়াও আমার সাধ্যাতীত, আমি এসেছিলাম আমার ব্যক্তিগত গোটাদশেক কথা এই জয়ন্তী-উৎসব সভায় নিবেদন করে দিতে । কাব্য, সাহিত্য ও কবি রবীন্দ্রনাথকে আমি যেভাবে লাভ করেচি তা জালালাম । মাহুত্ব রবীন্দ্রনাথের সংস্পর্শে আমি সামান্তই এসেচি। কবির কাছে একদিন গিয়েছিলাম বাঙলা-সাহিত্য সমালোচনার ধারা প্রবর্তিত করার প্রস্তাব নিয়ে। নান কারণে কৰি স্বীকার করতে পারেননি, তার একটা হেতু দিয়েছিলেন যে, ধার প্রশংসা করতে তিনি অপারগ, তার নিঙ্গে করতেও তিনি তেমনি অক্ষম। আরও বলেছিলেন যে, তোমরা যদি এ-কাজ কর, কখনো স্কুলো না ষে অক্ষমতা ও অপরাধ এক বৰ নয়। তাধি, সাহিত্য-বিচারে এই সত্যটা যদি সবাই মনে রাখতো। কিন্তু, এই সভার অনেকখানি সময় নষ্ট করেছি, আর না। আযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচন করার এটা দণ্ড। এ আপনাদের সইতেই হবে। লে যাই হোক, °》够